ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকার ক্রিকেটে হাত মেলানো নিষেধ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
ঢাকার ক্রিকেটে হাত মেলানো নিষেধ!

কাল (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছে দেশের ওয়ানডে ফরম্যাট ক্রিকেটের সবচেয়ে আসর ‘ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯-২০২০’। তবে এই আসরে এক ক্রিকেটারের সঙ্গে অন্য ক্রিকেটারের সেই প্রচলিত নিয়মে হাত মেলাতে দেখা যাবে না! সরাসরি এমন ব্যাপারে নিষেধাজ্ঞা না দিলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিকেটারদের হাত মেলানো নিরুৎসাহিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ খুবই পরিস্কার, করোনাভাইরাস আতঙ্কেই বিসিবির এমন পদক্ষেপ।

আজ বিকেল ৪টায় করোনা ভাইরাস বিষয়ে অংশগ্রণকরা প্রতিটি দলের সঙ্গে আলোচনা করতে বৈঠক করবে বিসিবি।

শনিবার (১৪ মার্চ) মিরপুরে টুর্নামেন্টের স্পনসর ঘোষণার সংবাদ সম্মেলনে এমনটিই জানান বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, 'হাত মেলানোর যেই প্রচলিত বিধান সেটা কীভাবে কমানো যায়, সে বিষয়ে আলোচনা হবে। আমাদের কিছু উপদেশ থাকবে দলগুলোর প্রতি। করোনা ভাইরাস নিয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর নিয়ে আলোচনা হবে। ’

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।