ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পেটের পীড়ায় ছিটকে গেলেন বেন স্টোকস 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
পেটের পীড়ায় ছিটকে গেলেন বেন স্টোকস  বেন স্টোকস

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজ শুরুর আগে দুঃসংবাদ শুনলো ইংল্যান্ড। পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন বেন স্টোকস। যার কারণে সফরে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার।

কলম্বোর পি সারা ওভালে প্রস্তুতিমূলক ম্যাচটিতে স্টোকসের পরিবর্তে তার নির্ধারিত ব্যাটিং পজিসন পাঁচে ব্যাট করেছেন ওলি পোপ। ২২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান সুযোগ পেয়ে খেলেছেন ৯৫ রানের ইনিংস।

 

ম্যাচটিতে আর মাঠে নামা হচ্ছে না স্টোকসের। তার পরিবর্তে ইংল্যান্ড দলে এসেছেন লেগ-স্পিনার ম্যাট পার্কিনসন।  

ইংলিশ অলরাউন্ডারের পেটের পীড়া করোনাভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট নয় জানিয়ে দিয়েছে টিম কর্তৃপক্ষ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, ‘ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস আজ মাঠে আসবে না এবং তার পেটের পীড়া পর্যবেক্ষণ করা হবে। লন্ডন থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন না আসা পযর্ন্ত সে টিম হোটেলে থাকবে। ’

বিষয়টি যে কোভিড-১৯ সম্পর্কিত কোনো ভাইরাল ইস্যু নয় তাও বিবৃতি জানিয়েছে ইসিবি, ‘স্পষ্ট যে, এটা কোনো ভাইরাল ইস্যু নয় অথবা কোভিড-১৯ সম্পর্কিত নয়। ’ 

লঙ্কানদের বিপক্ষে ইংল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে ১৯ মার্চ, গলে। পরের টেস্টটি হবে কলম্বোতে, ২৭ মার্চ।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।