ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েকে ‘আরেকবার’ হোয়াইটওয়াশের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
জিম্বাবুয়েকে ‘আরেকবার’ হোয়াইটওয়াশের অপেক্ষায় বাংলাদেশ ফাইল ফটো

একমাত্র টেস্ট ও তিন ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবানোর পর দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি জিতলেই ক্রিকেটের তিন ফরম্যাটেই জিম্বাবুয়েনদের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা। 

সোমবার (০৯ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বলতে গেলে ব্রেন্ডন টেলর-শন উইলিয়ামসদের পাত্তায় দেয়নি বাংলাদেশ। লিটন দাশ ও সৌম্য সরকারের ঝড়ো ফিফটিতে ৪৮ রানের জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

যা কিনা জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ও।  

এর আগে ২০১৬ সালের ১৭ জানুয়ারি খুলনায় ২-২ ব্যবধানে ড্র হওয়া দু’দলের চার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪২ রানে জয় পেয়েছিল টাইগাররা। তবে ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণে দুই দলের সিরিজের কখনো জিম্বাবুয়েনদের হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ।  

দ্বিতীয় ম্যাচেও ফর্মে থাকা তামিম-লিটন-সৌম্য জ্বলে ওঠলে শিরোপা উৎসব করতে পারবে বাংলাদেশ। অবশ্য টাইগারদের বিপক্ষে সিরিজে দারুণভাবে ফিরে আসার অতীত রেকর্ড আছে জিম্বাবুয়ের। ৪ বছর আগে খুলনায় হওয়া সেই চার ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে জয় তুলে সিরিজ বাঁচায় তারা।  

এ নিয়ে দু’দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ১৩ বারের মতোন। জয়ের পাল্লাটা ভারী বাংলাদেশের। শেষ ১২ ম্যাচে টাইগারদের ৮ জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে ৪ ম্যাচ।  

বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।