ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনার কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচের টিকিট বিক্রি বন্ধ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
করোনার কারণে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচের টিকিট বিক্রি বন্ধ মিরপুর স্টেডিয়াম: ফাইল ফটো

দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার (০৯ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে জিতেছে টাইগাররা। তাই টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বাড়তি উৎসাহ দর্শকদের মাঝে। 

তবে টি-টোয়েন্টি ম্যাচের টিকেট বিক্রি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ায় সেটা যেন ঝুঁকিতে পরিণত না হয় সে কথা মাথায় রেখে টিকেট বিক্রি বন্ধ করে দিয়ে সীমিত করা হয়েছে।

ম্যাচের জন্য মাত্র ৫ হাজার টিকেট ছাড়া হয়েছে। সোমবার দুপুর থেকেই স্টেডিয়াম চত্তরে দেখা যায় টিকেটেরে জন্য কোনো ভিড় নেই টিকেট বুথের সামনে। পরে দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা ভাইরাসের কারণে সর্তকতার জন্যই টিকেট বিক্রি বন্ধ করা হয়েছে।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, সরকারী নির্দেশনা অনুযায়ী কাজটি করা হয়েছে।  

তিনি বলেন বলেন, ‘সরকারী নির্দশনার কারণে টিকেট বিক্রি বন্ধ করা হয়েছে। যেহেতু ভাইরাসটি সহজেই সংক্রমিত হয় সেই কারণেই যাতে জনসমাগম কম হয় সেজন্যই টিকেট বিক্রি বন্ধ করা হয়েছে। ’ 

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।