ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাগেরহাটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
বাগেরহাটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন

বাগেরহাট: বাগেরহাটে বঙ্গবন্ধু পৌর ওয়ার্ড টি-টোয়েন্টি-২০২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।  

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফিরোজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে সুস্থ রাখতে এবং মাদকমুক্ত রাখতে খেলারধুলার বিকল্প নেই। মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে ক্রিকেট খেলার মাধ্যমে যে উদ্যোগ নেয়া হয়েছে তার সফলতাও ইতিমধ্যে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়ামোদী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টে বাগেরহাট পৌরসভার ১০টি ওয়ার্ড (দল) অংশগ্রহণ করছে। প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকর সঙ্গে খেলবে টুর্নামেন্টে। প্রথম দিনের খেলায় ৫নং ও ৭নং ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতা করছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।