ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের রেকর্ড দেখুন এবং তাকে খেলতে দিন: ম্যাকেঞ্জি 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ২, ২০২০
তামিমের রেকর্ড দেখুন এবং তাকে খেলতে দিন: ম্যাকেঞ্জি  অনুশীলনে তামিম ইকবাল: ছবি-বাংলানিউজ

খুনে মেজাজের সেই তামিম ইকবাল যেন এখন নিজেরই ছায়া। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হাসেনি তার ব্যাট। ওপেনিংয়ে নেমে এক প্রান্তে যখন লিটন দাশ বোলারদের তছনছ করছিলেন তখন অন্য প্রান্তে তামিমের লড়াই ছিল নিজের সঙ্গে। 

কিন্তু তাতেও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বাংলাদেশের ড্যাশিং-ওপেনার। জিম্বাবুয়ের মতো দুর্বল বোলিং লাইন-আপের সামনে ৪৩ বলে ২৪ রান করে ওয়েসলি মাধেভারের অফ স্পিনে কাবু হয়ে সাজঘরে ফেরেন তিনি।

যেখানে পাওয়ার-প্লের ১০ ওভারে ৩১ বলে তার রান ১৫! 

রোববার (০১ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে তামিমের এই ব্যাটিংয়ের ধরন নিয়েই এখন প্রশ্ন ওঠেছে। তবে এক প্রান্ত আগলে রাখার যে দায়িত্ব তাই কি তার কাঁধে বর্তেছে? অবশ্য তামিমের প্রতি এমন কোনো নির্দেশনা নেই বলে সরাসরি জানিয়ে দিলেন টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।  

সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে সোমবার (০২ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তামিম তার পরিকল্পনা জানে। আমরা স্কুলমাস্টার নই। আমরা কাউকে বলে দিই না যে, কী শিখতে হবে বা করতে হবে। আমরা মতামত ও ভাবনা জানাই। টেকনিক্যাল পরামর্শ দিয়ে থাকি। এরপর ক্রিকেটারদের ব্যাপার থাকে সেসব মাঠে বাস্তবায়ন করা। ’ 

অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে না হলেও গত কয়েক বছর ধরেই উইকেট আগলে রেখে দলের ইনিংস টেনে নেওয়ার অলিখিত ভূমিকা পালন করেছেন তামিম। জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে গত বিপএলের কোচরাও তার সেই ভূমিকার কথা জানিয়েছেন।  

তবে দলে তামিমের সেই ভূমিকা যে এখন আর নেই তা স্পষ্ট করলেন ম্যাকেঞ্জি। তিনি আরও বলেন, ‘আমরা তরুণ কাউকে নিয়ে  নয়, কথা বলছি সিনিয়র একজনকে নিয়ে। বিশ্বাস করুন, সে যে ভুল করেছে তা আমাদের বা আপনাদের আগে জানে। নিজের উইকেট তামিমের কাছে অনেক মূল্যবান। তাকে এটিই সাফল্য এনে দিয়েছে। ব্যাপারটি হলো, তার দুই-একটি বলে আরেকটু হাত খুলে খেলা। সে যদি আর একটি-দুইটি বাউন্ডারি শুরুতে আদায় করতে পারে, আপনারা বাধ্য হবেন তার পিছু ছাড়তে। ’ 

বাংলাদেশের ক্রিকেটারদের যে প্রচণ্ড চাপ নিয়ে খেলতে হয়, সেটি তুলে ধরে ম্যাকেঞ্জি বলেন, ‘বাংলাদেশে অনেক মিডিয়া। যার কারণে ক্রিকেটারদের পারফর্ম করারও চাপ থাকে অনেক। কখনও কখনও খেলোয়াড়দের একটু ‘বেনিফিট অব ডাউট’ দিতে হয়। তামিমের রেকর্ড দেখুন আপনারা এবং খেলতে দিন তাকে। আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন জায়গা। ’  

তিনি আরও বলেন, ‘এমন নয় যে, তামিম চেষ্টা করছে না। যে কোনো সময়ের চেয়ে এখন সে অনেক ফিট। নিজের খেলা নিয়ে সে কাজ করে যাচ্ছে। সে যেভাবে অনুশীলন করছে, আমি তাকিয়ে কেবল বলি, ছন্দে ফেরা কেবল সময়ের ব্যাপার। সবসময় সেঞ্চুরি করা যায় না। কিন্তু সবসময় ভালো-খারাপ একই ধরন ধরে রাখতে হয়। ’ 

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।