ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, মার্চ ১, ২০২০
খুলনায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

খুলনা: খুলনায় তিন দিনব্যাপী তৃতীয় শামসুর রহমান মানি স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জাতিসংঘ শিশুপার্কে এ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ টুর্নামেন্টের আয়োজন করেছিল ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়া চক্র।

আর এর মিডিয়া পার্টনার করা হয় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, খুলনা মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য কাজী কামাল হোসেন, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল, ব্যবসায়ী ও সমাজসেবক গালিব কাপাড়িয়া, পোলার আইসক্রিমের সিনিয়র রিজিওনাল হেড নির্মল চক্রবর্তী, বাংলালিংকের রিজিওনাল হেড জেনারেল ম্যানেজার মো. মারুফ হোসেন চৌধুরী, জাতিসংঘ শিশু পার্ক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, পঞ্চবীথি ক্রীড়া চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম এবং ব্যবসায়ী ও সমাজসেবক সওগাতুল ইসলাম সোহাগ।

এতে সভাপতিত্ব করেন শামসুর রহমান মানির বড় ছেলে পঞ্চবীথি ক্রীড়া চক্রের প্রধান পৃষ্ঠপোষক সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

এদিকে, টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যালেঞ্জিং অলরাউন্ডারস ২৩ রানে জয়ী অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত ৮ ওভারে দলটি ৬৪ রান করে। কিন্তু জবাবে শান্তিধাম কিংস একই ওভারে ৪১ রান করতে সক্ষম হয়।

আলো ঝলমলে ফাইনাল খেলা দেখতে মাঠে এসেছিল হাজার হাজার দর্শক। তাদের উপস্থিতিতে কানায় কানায় ভরা ছিল মাঠ।

তিন দিনব্যাপী খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। এগুলো হলো- জেড এ মোরশেদ ক্রিকেট একাডেমি, শেখ রাসেল, মদিনা স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস ফর এভার, আয়মান, শান্তিধাম কিংস, স্টার বয়েজ, আর এস বয়েজ, ইকবাল নগর অ্যাভেঞ্জার্স, খুলনা বুলস, এইট স্টার, চ্যালেঞ্জিং অলরাউন্ডারস, দূরন্ত শান্তিধাম, গ্রিম বয়েজ, ব্রাদার্স ও এ টিম হ্যাজ নো নেম।

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।