ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১ লাখ টাকা করে পেলেন বিকেএসপি'র ৯ যুব বিশ্বকাপজয়ী

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
১ লাখ টাকা করে পেলেন বিকেএসপি'র ৯ যুব বিশ্বকাপজয়ী .

সাভার (ঢাকা): বাংলাদেশ অনূর্ধ্ব-১০ দলের হয়ে যুব বিশ্বকাপজয়ী ৯ জন ক্রিকেটারকে সংবর্ধনা ও উপহার হিসেবে ১ লাখ টাকা করে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।  ৯ জনই বিকেএসপি’র ক্রিকেটার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারে অবস্থিত বিকেএসপি'র হল রুমে এ সংবর্ধনায় ক্রেস্ট প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ হাসান রাসেল।

সংবর্ধনাপ্রাপ্ত যুব ক্রিকেটাররা হলেন- অধিনায়ক আকবর আলী, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ঈমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান, তানজিব হাসান সাকিব, শাহিন আলম ও আশরাফুল হোসেন সিয়াম।

এর আগে নবীনগর থেকে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সু-সজ্জিত গাড়ীতে ঢোল বাজিয়ে বিকেএসপিতে আনা হয়। পরে বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. রশীদুল হাসান তাদের ফুল ও মিষ্টি খাইয়ে বরণ করে নেন।  

অনুষ্ঠানে প্রত্যেক খেলোয়াড়কে ক্রেস্ট ও টাকার পাশাপাশি একটি করে বিকেএসপি'র ব্লেজার উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।