ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলে থাকলেও খেলবেন না মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
দলে থাকলেও খেলবেন না মোস্তাফিজ অনুশীলন করছেন মোস্তাফিজ/ছবি-শোয়েব মিথুন

শনিবার (২২ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই টেস্টের জন্য বাংলাদেশে ক্রিকেটে বোর্ডের (বিসিবি) ঘোষিত দলে রয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে দলে থাকলেও এই টেস্টের একাদশে থাকবেন না তিনি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, মোস্তাফিজ টেস্টের জন্য এখনো প্রস্তুত নন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ডমিঙ্গো। তিনি শুরু থেকেই বলে আসছিলেন যে মোস্তাফিজ টেস্ট খেলার জন্য তৈরি হতে পারেননি।

তাকে আরও কৌশলগত বিষয় নিয়ে কাজ করতে হবে। কোচ পরিস্কার করে বলে দিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে মোস্তাফিজ খেলবেন না।

ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় মোস্তাফিজকে নিয়ে গনমাধ্যমে কিছু ভুল ধারনা দেয়া হয়েছে। সে টেস্ট খেলার জন্য প্রস্তুত ‍নয়। তাকে আরও টেকনিক্যাল কাজ করতে হবে। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বল কিভাবে ভেতেরে ঢোকাতে হবে সেই বিষয়টা রপ্ত করতে হবে তাকে। আপনাদের বলে দিলাম সে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে না। তাকে স্কোয়াডে রাখা হয়েছে তবে খেলানোর জন্য নয়। ’

মোস্তাফিজকে দলে রাখা হয়েছে কিন্তু তাকে খেলানো হবে না। তাহলে তাকে দলে রেখেই বা কি লাভ হবে? রাসেল ডমিঙ্গো এই প্রশ্নের উত্তরে বলেন, ‘তাকে 
স্কোয়াডে ফেরানো হয়েছে বটে, তবে খেলানোর জন্য নয়। ফেরানো হয়েছে যেন সে অনুশীলনে থাকতে পারে, ছন্দ ফিরে পেতে পারে, ওটিসের (বোলিং কোচ) সঙ্গে আস্থা ও সম্পর্কের জায়গা গড়ে ওঠে, দলের সঙ্গে যেন থাকতে পারে। ’

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।