ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল দ.আফ্রিকা-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
বৃষ্টিতে ভেসে গেল দ.আফ্রিকা-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে

বৃষ্টিতে ভেসে গেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। ফলে তিন ম্যাচে সিরিজে ১-০তেই এগিয়ে রইল প্রোটিয়ারা।

শুক্রবার ডারবানে দ্বিতীয় ওয়ানডেটি শুরু থেকেই বৃষ্টির কবলে পড়ে। টসও হয় দেরিতে।

পরে ইংলিশরা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে ফের বৃষ্টি শুরু হয়। এবার বৃষ্টি থামলে ম্যাচটি নেমে আসে ২৬ ওভারে।

ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দ.আফ্রিকা ১১.২ ওভারে তারা ২ উইকেট হারিয়ে ৭১ রান করার পর আবারও বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বৃষ্টি না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

সিরিজের প্রথম ওয়ানডে জিতে এগিয়ে রয়েছেন কুইন্টন ডি ককের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা। আগামী ৯ ফেব্রুয়ারি জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।