ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোট থামিয়ে দিল রোহিত শর্মাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
চোট থামিয়ে দিল রোহিত শর্মাকে চোট পেয়েছেন রোহিত শর্মা: ছবি-সংগৃহীত

ব্যাট হাতে থামতে জানেন না রোহিত শর্মা। কিন্তু এবার চোটের কাছে হার মেনে থামতে হলো ভারতের মারকুটে ওপেনিং ব্যাটসম্যানকে। পেশিতে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে পারবেন না রোহিত। 

গত রোববার (০২ ফেব্রুয়ারি) কিউইদের বিপক্ষে  বে-ওভালে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমে চোটে পড়েন তিনি। ভারতের ব্যাটিংয়ের ১৭তম ওভারে ইশ সোধির বোলিংয়ের সময় চোট পান রোহিত।

এরপর ব্যক্তিগত ৬০ রান নিয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে সাজঘরে ফেরত যাওয়ার পর আর মাঠে নামেননি ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।  

ম্যাচটিতে অবশ্য ৭ রানের জয়ে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছে ভারত। সিরিজের শেষ ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির পরিবর্তে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন রোহিত।  

ব্ল্যাক-ক্যাপদের বিপক্ষে ভারত তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলবে বুধবার (০৫ ফেব্রুয়ারি)।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।