ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল-ছবি: শোয়েব মিথুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার পথে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন সালমা খাতুনের দল।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছে গোল্ড কোস্টে ১৩ দিনের অনুশীলন ক্যাম্প করবে নারী দল। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নারী দলের বিশ্বকাপ মিশন।

এরপর ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন সালমা-রুমানারা।

২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ০২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সালমার দল।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।