ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে টেস্টে দলে তামিম-রুবেল, বাদ মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
পাকিস্তানের বিপক্ষে টেস্টে দলে তামিম-রুবেল, বাদ মোস্তাফিজ তামিম-সৌম্য

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (০১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করা হয়।

প্রত্যাশিতভাবেই টেস্ট দলে ফিরেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এছাড়াও দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার সৌম্য সরকার।

ইনজুরির কারণে দলে নেই সাদমান ইসলাম ও ইমরুল কায়েস।  

স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান ও মোসাদ্দেক হাসান ইনজুরির কারণে দলে নেই। অফ-ফর্মের জন্য বাদ পড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ব্যক্তিগত কারণে আগে থেকে পাকিস্তান সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করেন মুশফিক।  

আগামী ০৭ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চলবে ১১ ফেব্রুয়ারি পযর্ন্ত।  

প্রথম টেস্টের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাঈফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরি রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।