ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-২০ টুর্নামেন্ট খেলতে ভারতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
টি-২০ টুর্নামেন্ট খেলতে ভারতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বেনাপোল (যশোর): ভারতে টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে ঢাকার আসউয়াদ স্পোর্টস ক্রিকেট একাডেমির ১৩ সদস্য ভারতে গেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টায় প্রতিনিধি দলটি বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে প্রবেশ করেন।

জানা যায়, ভারতের সাউথ স্টান্ড রেলওয়ে স্পোর্টস এসোসিয়েশনের আমন্ত্রণে কলকাতার আদরাতে যাচ্ছেন তারা।

কলকাতার আদরাতে ৩০ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তিনটি ম্যাচ খেলবেন তারা।

দলের কোচ ইয়াছিন আরাফাত জানান,বাংলাদেশের খেলোয়াড়রা ভালো খেলার মাধ্যমে জয় ছিনিয়ে এনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।