ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দিন শেষ করার আগে লঙ্কানদের বড় ধাক্কা দিল জিম্বাবুয়ে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
দিন শেষ করার আগে লঙ্কানদের বড় ধাক্কা দিল জিম্বাবুয়ে  জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা: ছবি-সংগৃহীত

ব্যাটিংয়ের পর বোলিংয়েও শ্রীলঙ্কাকে চাপে রেখেছে জিম্বাবুয়ে। দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচের দ্বিতীয় দিন শেষ করার আগে লঙ্কানদের দুই ওপেনারকে তুলে নিয়েছে তারা। 

সফরকারী শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২ ‍উইকেট হারিয়ে ১২২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। এখন পযর্ন্ত দিমুথ করুনারত্নে দল পিছিয়ে আছে ২৮৪ রানে।

এর আগে হারারেতে প্রথম ইনিংসে ব্রেন্ডন টেলর-সিকান্দার রাজার ফিফটি এবং অধিনায়ক শন উইলিয়ামসের সেঞ্চুরিতে ৪০৬ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে।  

প্রথম ইনিংস শুরু করে অধিনায়ক করুনারত্নে ও ওশাদা ফার্নান্দোর ওপেনিং জুটিতেই ৯৪ রান পায় শ্রীলঙ্কা। করুনারত্নেকে (৪৪) সাজঘরে ফিরিয়ে জিম্বাবুয়েনদের স্বস্তি এনে দেন সিকান্দার রাজা। এরপর ব্যক্তিগত ৪৪ রানে ফিরেন ফার্নান্দোও।  

আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন দুই লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস (১৯) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪)।

৬ উইকেটে ৩৫২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু জিম্বাবুয়ে। তবে স্কোরবোর্ডে আর ৫৪ রান যোগ করতেই লাসিথ এম্বুলদেনিয়ার ঘূর্ণিতে অলআউট হয় স্বাগতিকরা।  

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।