ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

লায়ন্সকে হারিয়ে স্বাধীন সিরাজগঞ্জের প্রথম জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
লায়ন্সকে হারিয়ে স্বাধীন সিরাজগঞ্জের প্রথম জয়

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচে জয় পেয়েছে স্বাধীন সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ লায়ন্সকে ৫ উইকেটে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় দলটি।

বুধবার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাধীন সিরাজগঞ্জ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সিরাজগঞ্জ লায়ন্স ১২৯ রান সংগ্রহ করে।

দলের হয়ে মনিরুজ্জামান লিটন ৬১ বলে ৪৫ রান ও সুমন সাহা ২৩ বলে ৩৫ রান করেন। স্বাধীন সিরাজগঞ্জের খোকন মিয়া ২২ রানে ৩ উইকেট পেয়েছেন। এছাড়াও মিল্টন, মোক্তার আলী ও সোহাগ সরকার একটি করে উইকেট লাভ করেন।

জবাবে নাইম ইসলামের ৩৬ বলে ৪৩ ও আশিক সিয়ামের ১৭ বলে ২৯ রানে ভর করে ১৯.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাধীন সিরাজগঞ্জ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাইম ইসলাম।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।