ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

জোড়পুকুরিয়া বিদ্যালয়ে নারী ক্রিকেট দলের প্রশিক্ষণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
জোড়পুকুরিয়া বিদ্যালয়ে নারী ক্রিকেট দলের প্রশিক্ষণ শুরু ...

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলার রহমান আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ ইং এর আওতায় মেহেরপুর জেলার একমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রমিলা ক্রিকেট টিমকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রিড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

সহকারী শিক্ষক হুমায়ন কবীর সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুর রহমান বিশ্বাস। মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণে প্রশিক্ষানার্থীদের মাঝে ক্রিকেটের পূর্ণাঙ্গ ক্রিকেট সেট প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, শুধু জ্ঞান অন্বেষণে নয়, মেয়েদের এগিয়ে যেতে হবে খেলাধুলাতেও। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নারীরাও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাফল্য তুলে ধরে তিনি বলেন, একদিন এই জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকেও জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।