ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান টেস্ট দলে ফিরলেন লাকমল, বাদ পেরেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
লঙ্কান টেস্ট দলে ফিরলেন লাকমল, বাদ পেরেরা লঙ্কান টেস্ট দলে ফিরলেন লাকমল

জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজকে ঘিরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আর এই দলে ফিরেছেন ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমল। লঙ্কানদের সর্বশেষ পাকিস্তান সফরে ডেঙ্গু জ্বরের কারণে খেলতে পারেননি তিনি। তবে বাদ পড়েছেন ব্যাটসম্যান কুলশ পেরেরা।

এই সফরে দুটি টেস্টেই হারারেতে অনুষ্ঠিত হবে। যেখানে ১৯ জানুয়ারি প্রথমটি মাঠে গড়াবে।

আর ২৭ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়বে না। কেননা জিম্বাবুয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে পারেনি।

শ্রীলঙ্কার টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলডেনিয়া, লাহিরু কুমার, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লক্ষণ সন্দাকান, সুরঙ্গা লাকমল।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।