ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ খেলতে মরিয়া ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
বিশ্বকাপ খেলতে মরিয়া ডি ভিলিয়ার্স বিগ ব্যাশ ক্রিকেট লিগে মঙ্গলবার অভিষেক হয়েছে ডি ভিলিয়ার্সের।-ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা দলের কোচিং স্টাফে ব্যাপক রদবদল হয়েছে। মার্ক বাউচারকে হেড কোচ করে পুরোনো অনেক কিংবদন্তিকে তার সহকারী বানিয়েছেন বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ। আর তারাসহ অধিনায়ক ফাফ ডু প্লেসিস একটা ব্যাপার পরিস্কার করে দিয়েছেন, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অবসরে চলে যাওয়া এবি ডি ভিলিয়ার্সকে ফেরাতে চান।

তবে এতদিন বিভিন্ন মুখে শোনা গেলেও এবার মুখ খুললেন ডি ভিলিয়ার্স নিজেই। জানান, সুযোগ পেলে বিশ্বকাপে খেলতে প্রস্তুত।

অস্ট্রেলিয়ারই ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশ ক্রিকেট লিগে মঙ্গলবার অভিষেক হয়েছে ডি ভিলিয়ার্সের। যেখানে ব্রিসবেন হিটের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৪০ রান করেন।

দলের জয়ে দারুণ ভূমিকা রাখা এই তারকা পরে বলেন, ‘খেলতে পারলে আমি খুবই খুশি হব (বিশ্বকাপ)। কিন্তু ব্যাপারটা ঘটতে গেলে এখনও অনেক কিছু ঠিকমতো হতে হবে। আমি বাউচ (বাউচার), গ্রায়েম স্মিথ  এবং ফাফের সঙ্গে কথা বলেছি। সবাই এমনটা চাইছে। ’ 

এর আগে ইংল্যান্ডের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বিপর্যয়ের শিকার হয়েছিল। সেময়ই সংবাদমাধ্যমগুলোতে আসে, ডি ভিলিয়ার্স ফিরতে চেয়েছিলেন কিন্তু তাকে ফিরিয়ে নেওয়া হয়নি।

৩৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও অনেক দেরি। মাঝে অনেক কিছু ঘটতে পারে। সামনে আইপিএল আছে। আমাকে ওখানে ভালো খেলতে হবে। ফর্ম ধরে রাখতে হবে। তার পরে জাতীয় দলে সুযোগ পাওয়ার কথা ভাবব। ’ 

২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া ডি ভিলিয়ার্স যোগ করেন, ‘আমার দলে ফিরে আসার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। আমাকে পারফর্ম করতে হবে। আমি অন্য কাউকে বা নিজেকে হতাশ করতে চাই না। তাই এখন নিরবে খেলে যেতে চাই। ’

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।