ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমদের 'দৌড়ের উপর' রেখেছেন স্মিথ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
তামিমদের 'দৌড়ের উপর' রেখেছেন স্মিথ স্টিভেন স্মিথ-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে বিদেশি ক্রিকেটারদের বেশ কিছু নামই ছিল চমকে যাওয়ার মতো। এদের মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ একজন। কিন্তু এত বড় তারকা হলেও বেশ ভালোভাবেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে মিশে গেছেন তিনি। এমনটাই জানালেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিপিএলের দ্বিতীয় দিনে নিজেদের অভিষেক ম্যাচেই মুখোমুখি হন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের দল। কুমিল্লার কাছে শেষ পর্যন্ত ৪ উইকেটে হারে সিলেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন কুমিল্লার কোচ সালাউদ্দিন। জানালেন নতুন অধিনায়ক স্মিথের সঙ্গে দলের বোঝাপড়া, তার অধিনায়কত্বের ধরন সম্পর্কে।

সালাউদ্দিন বলেন, ‘সে (স্মিথ) খুবই ইতিবাচক। সবাইকে বোঝার চেষ্টা করছে। যেহেতু এই খেলোয়াড়দের সঙ্গে আগে খেলেনি তাই মানিয়ে নিতে একটু সময় লাগবেই। তবে দল জিতলে মানিয়ে ওঠা দ্রুততর হয়। একই সঙ্গে বলব আমাদেরও দায়িত্ব আছে তার সঙ্গে যত দ্রুত সম্ভব মানিয়ে ওঠা। আমাদের বসে থাকলে চলবে না। তবে সে মাঠে খুবই সক্রিয়। '  

'তামিম আমাকে সেদিন বলছিল যে, আমাকে তো দৌড়ের ওপর রাখছে, খুব কষ্ট করতে হচ্ছে। যেহেতু স্মিথ খুবই ভালো একজন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবেও ইতিবাচক, আমার মনে হয় সবকিছুর সঙ্গে তিনি দ্রুতই মানিয়ে উঠতে পারবেন। ’

প্রথমবারের মতো বিপিএল খেলতে এলেও অধিনায়ক হিসেবে দল বেশ সিরিয়াসলি নিয়ন্ত্রণ করছেন স্মিথ। পাশাপাশি দলের সদস্যদের সঙ্গে তার বোঝাপড়াও বেশ। সালাউদ্দিন বলেন, ‘ওর সাথে খেলোয়াড়দের কমিউনিকেশন কেমন হচ্ছে সেটা বলা কঠিন। আমাকেই হয়তো অ্যাডজাস্ট করতে হবে। স্মিথকেও অ্যাডজাস্ট করতে হবে। কারণ দেশি এবং বিদেশি খেলোয়াড়দের মধ্যে সমন্বয় করা কঠিন। একটু কঠিন হলেও দলের স্বার্থে আমাদেরকে মানিয়ে নিতে হবে। '

'আমার কাছে মনে হচ্ছে ও অনেক পজিটিভ এবং সে খেলাটা খুব ভালো চিন্তা করে। যদি খেলা ১০ ওভারে থাকে তাহলে সে দুই ওভার পর কি হবে সেটা নিয়েও চিন্তা করে। তার এদিকটা দেখে বেশ ভালো লাগছে। ’

‘তামিমের খুব কষ্ট হয়েছে আজকে। ও (তামিম) আমাকে বলেছে, "স্যার ও আমাকে এতো দৌড়াচ্ছে!" সবাইকে ও খুব ইনভলব রাখছে। এটা খুব ইতিবাচক। ছেলেদের কষ্ট হবে বুঝতে পারছি এখনই। যারা ভালো ফিল্ডার বাইরে তাদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। ও প্রত্যেকটা খেলোয়াড়কে অনেক বেশি ইনভলব করে রাখছে। এটা খুব ভালো দিক। '

'স্মিথ অনেক বেশি অভিজ্ঞ। পাশাপাশি এ টুর্নামেন্টে ভালো খেলার জন্য ও নিজেও বেশ উৎগ্রীব আছে। সব দিক মিলিয়ে আমাদের নিজেদের ওর সঙ্গে মানিয়ে নিতে হবে। তাকেও মানিয়ে নিতে হবে। এটা আমরা যত দ্রুত সম্ভব ও তাড়াতাড়ি করতে পারব ততো দলের ভালো হবে। দল যখন জিতে তখন এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। দল যখন হারে তখন এগুলো দেরি হয়। ’

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।