ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অলিভিয়ের কাছে ফের ছন্নছাড়া পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
অলিভিয়ের কাছে ফের ছন্নছাড়া পাকিস্তান ছবি: সংগৃহীত

সেঞ্চুরিয়নের অভিজ্ঞতাই আবারও পাকিস্তানি ব্যাটসম্যানদের ফিরিয়ে দিলেন ডুয়ান অলিভিয়ের। আগের টেস্টে একাই ১১ উইকেট তুলে নেওয়া অলিভিয়েরের পেস বোলিংয়ে দক্ষিণ আফ্রিকায় টানা তৃতীয়বারের মতো দুইশত রানের নিচে অলআউট হয় পাকিস্তান।

স্টেইন-ফিল্যান্ডার-রাবাদা-অলিভিয়ের, চার পেসারের সামনে অসহায়ের মতো প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে গেছে সরফরাজ আহমেদরা। অপরদিকে ব্যাটিংয়েও সুবিধাজনক স্থানে থেকেই দিন শেষ করে স্বাগতিকরা।

এইডেন মার্করামের অপরাজিত ৭৮ রানে ভর করেই অনেকটাই এগিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার হয়ে চার পেসারই ছিলেন সমান ছন্দে। স্পিনার কেশব মহারাজকে বসিয়ে ভারনন ফিল্যান্ডারকে একাদশে আনার সিদ্ধান্ত কতটা ঠিক ছিল তা প্রমানে সময় নেননি এই পেসার। দলে ফিরেই এ পেসার সাজঘরে ফেরান পাকিস্তানের ওপেনার ইমাম-উল হককে।

ডেল স্টেইন নেন তিন উইকেট। পাকিস্তানি মিডলঅর্ডার ধসিয়ে দিয়ে চার উইকেট নেন অলিভিয়ে। কাগিসো রাবাদা নেন ২ উইকেট।

প্রথম দিন শেষে পাকিস্তানের থেকে ৫৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২ উইকেটে ১২৩ রান করে দক্ষিণ আফ্রিকা। হাতে আছে আরও ৮ উইকেট।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।