ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ওয়ার্নার আমাকে বল টেম্পারিং করতে পরামর্শ দিয়েছিল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
‘ওয়ার্নার আমাকে বল টেম্পারিং করতে পরামর্শ দিয়েছিল’ ক্যামেরন বেনক্রফট। ছবি: সংগৃহীত

চলতি বছরের মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের শাস্তি প্রায় শেষের পথে অপরাধী ক্রিকেটারদের। কিন্ত সে কাণ্ডের রেশ যেনো রয়ে গেছে এখনও। গেলো সপ্তাহে টেম্পারিং নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কথা বলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। এবার তার মতো করেই সামনে এলেন ক্যামেরন বেনক্রফট।

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের অপরাধে স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য ও বেনক্রফটকে ৯ মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শাস্তির মেয়াদ প্রায় শেষে দিকে সবারই।

চলতি ডিসেম্বরের শেষেই মুক্ত হয়ে যাবেন বেনক্রফট। এর আগে জানালেন, কেনো টেম্পারিংয়ে জড়িয়েছিলেন।

ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বেনক্রফট সাবেক সহ অধিনায়কের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘ডেভ (ওয়ার্নার) আমাকে বল টেম্পারিং করতে পরামর্শ দিয়েছিল। আমি তখন এ নিয়ে বেশি কিছু জানতাম না। অতোটা ভাবিওনি। ’

কেনো সেদিন ওয়ার্নারের কথায় বল টেম্পারিং করেছিলেন সে ব্যাখ্যাও দিলেন এই অজি ক্রিকেটার। বলেন, ‘আমি তখন নতুন ছিলাম। দলে গুরুত্ব পেতে চেয়েছিলাম। সেকারণে আমি তার কথায় সাড়া দিই। আমি আসলে এর বাইরে কিছুই চিন্তা করিনি। কিন্তু আমার ভুলে জন্য আমাকে বড় মূল্য দিতে হয়েছে। ’

শাস্তি পেয়েছেন। কিন্তু নিজের মধ্যে এখনও অপরাধবোধ কাজ করে জানিয়ে বেনক্রফট বলেন, ‘আমি যখন ঘুমোতে যাই, তখন মনে হয় আমি সবাইকে ছোট করেছি। আমার মনে হয় আমি আমাদের জয়ের সুযোগ নষ্ট করেছি। আমি অনেক বড় অপরাধ করেছি, যা আমাকে এখনও তাড়ায়। ’

গেলো সপ্তাহে স্মিথও সরাসরি ওয়ার্নারের দিকে আঙুল না তুললেও বলেন, ‘আমার রুমে বসেই পরিকল্পনা হয়েছে। আমি আগ্রগ না দেখালেও ইচ্ছা করলেই আমি তা বন্ধ করতে পারতাম। কিন্তু করিনি। ’

স্মিথ ও ওয়ার্নারের মুক্তি মিলবে আগামী মার্চে ২৯ তারিখ। সম্ভাবনা আছে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফেরারও।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।