ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার নতুন ফিল্ডিং কোচ রিক্সন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
শ্রীলঙ্কার নতুন ফিল্ডিং কোচ রিক্সন স্টিভ রিক্সনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা-ছবি: সংগৃহীত

২০১৯ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে স্টিভ রিক্সনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। ২৪ ডিসেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টর আগে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন।

বেশকিছু দিন ধরেই নতুন ফিল্ডিং কোচ নিয়োগের ব্যাপারে আলোচনা চলছিল লঙ্কান বোর্ডে। যেখানে দলের ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে বেশ হতাশ হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহে।

শ্রীলঙ্কা অবশ্য বিশ্বের সেরা ফিল্ডিং কোচের দিকেই হাত বাড়িয়েছে। রিক্সন সর্বশেষ পাকিস্তান দলের সঙ্গে কাজ করে দলটির ফিল্ডিং শক্তি অনেক কার্যকর করেছেন। এছাড়া তার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সহকারী কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি আইপিএলেও কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।