ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

ক্রিকেট

নাসির বাহিনীর বিপক্ষে ফিল্ডিংয়ে স্যামি-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
নাসির বাহিনীর বিপক্ষে ফিল্ডিংয়ে স্যামি-মুশফিকরা ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলমান বিপিএলের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। নাসির হোসেনের দলের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর দলপতি ড্যারেন স্যামি।

এই আসরে সাদামাটা দল নিয়েও দুর্দান্তভাবে ছুটছে নাসির হোসেনের সিলেট। নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়ে শুরু করেছিল দলটি।

নিজেদের দ্বিতীয় ম্যাচে নাসির বাহিনী হারিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

এদিকে, নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে আসর শুরু করেছে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস। ড্যারেন স্যামির দলটি এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্যামি-মুশফিকরা জয়ের দিকেই দৃষ্টি রাখতে মরিয়া।

এর আগে পঞ্চম ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসের বিপক্ষে আগের ম্যাচে হেরে যাওয়া কুমিল্লা ৮ উইকেট আর ১৬ বল হাতে রেখে জয় তুলে নেয়। ফলে, নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে বিপিএল শুরু হয় চিটাগং ভাইকিংসের।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।