ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পর লঙ্কানদের ব্যাটিং কোচ সামারাবিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
বাংলাদেশের পর লঙ্কানদের ব্যাটিং কোচ সামারাবিরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শ্রীলঙ্কার সাবেক টেস্ট ব্যাটসম্যান থিলান সামারাবিরা এবার নিজ দেশের ব্যাটিং কোচ হচ্ছেন। যেখানে তিনি লঙ্কানদের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত থাকবেন। এ ব্যাপারটি নিশ্চিত করেছেন, শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা।

সামারাবিরা নিজ দলের কোচ হয়ে প্রথম কাজ করবেন ভারতের মাটিতে। যেখানে ক’দিন পরই ভারতে পূর্ণাঙ্গ সিরিজ থেলতে সফর করবে শ্রীলঙ্কা।

সিরিজে থাকছে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।  

৪১ বছর বয়সী সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান এর আগে বিভিন্ন দেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের পথ দেখিয়েছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।

হাসান তিলাকরত্নের পরিবর্তে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হচ্ছেন সামারাবিরা। হাসান এর আগে গত জুলাই পর্যন্ত দলের অন্তবর্তীকালীন ব্যাটিং কোচ ছিলেন।

অভিজ্ঞ ব্যাটসম্যান সামারাবিরা শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৮১টি টেস্ট খেলেছেন। যেখানে ৪৮.৭৬ গড়ে ৫ হাজার ৪৬২ রান করেছেন। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।