ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দলের ফাইল ছবি

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নেলসনের স্যাক্সটন ওভালে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের শেষ ম্যাচটি।  

ঢাকা: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নেলসনের স্যাক্সটন ওভালে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের শেষ ম্যাচটি।

 

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। শুভাশীষ রায়ের জায়গায় ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে প্রথম ওয়ানডেতে ফেরার পর দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল কাটার মাস্টারকে।

প্রথম দুই ওয়ানডে হেরে যাওয়ায় সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের।  নিউজিল্যান্ডের মাটিতে শেষ ম্যাচে জয় তুলে নিতে পারলে সেটি কম অর্জন হবে না বাংলাদেশের জন্য।

প্রথম ম্যাচে ৭৭  ও পর ম্যাচে ৬৭ রানে হার মানে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে জেতার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। নিউজিল্যান্ডও ২৫১ রানে অলআউট হয়ে গেলেও বাংলাদেশের ইনিংসে নাটকীয় ব্যাটিং ধসে সিরিজ খোয়ায় তামিম-মাশরাফি-সাকিব-ইমরুলরা।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভির হায়দার।

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।