ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে সেমিফাইনালে মুন্সীগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে সেমিফাইনালে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল

বিসিবি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্বের সেমিফাইনালে উঠেছে মুন্সীগঞ্জ।

মুন্সীগঞ্জ: বিসিবি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্বের সেমিফাইনালে উঠেছে মুন্সীগঞ্জ।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ওসমানি পৌর স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে গোপালগঞ্জ জেলাকে ৮৩ রানে হারায় মুন্সীগঞ্জ।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ২৪৮ রান তোলে মুন্সীগঞ্জ। দলের পক্ষে গোলাম রাব্বি সর্বোচ্চ ৮৪ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ১৬৫ রানে অল আউট হয়ে যায় গোপালগঞ্জ। মুন্সীগঞ্জের হয়ে মিজানুর রহমান সিজান নেয় তিন উইকেট।

২ জানুয়ারি গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টডিয়ামে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।