ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠের পারফরম্যান্সের দিকে তাকিয়ে মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
মাঠের পারফরম্যান্সের দিকে তাকিয়ে মাশরাফি মাঠের পারফরম্যান্সের দিকে তাকিয়ে মাশরাফি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলা যেকোনো সফরকারী দলের জন্যই কঠিন। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে কিছুটা চিন্তা থাকছেই টাইগার শিবিরে। নিউজিল্যান্ডের মাটিতে অতীতে বাংলাদেশের তেমন কোনো সুখস্মৃতিও নেই।

ঢাকা: নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলা যেকোনো সফরকারী দলের জন্যই কঠিন। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে কিছুটা চিন্তা থাকছেই টাইগার শিবিরে।

নিউজিল্যান্ডের মাটিতে অতীতে বাংলাদেশের তেমন কোনো সুখস্মৃতিও নেই।

ঘরের মাঠের বাঘরা ভিন্ন কন্ডিশনে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে পারবে তো? সিরিজ শুরুর আগে এমন জিজ্ঞাসা সর্বত্র। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সোমবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

সিরিজ শুরুর আগে দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের যাওয়ার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে সপ্তাহখানেক অনুশীলন ক্যাম্প করেছে ভিন্ন কন্ডিশনে যতটা সম্ভব মানিয়ে নেওয়া যায়। ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ড পৌঁছে টানা অনুশীলনে অংশ নেয় টাইগার স্কোয়াড।

একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়ানডে স্কোয়াডের সবাইকে কম-বেশি পরখ করে নিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন উইকেটে মাশরাফিরা হারলেও ম্যাচটি ছিল কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। ওয়াঙ্গেরির কোবহাম ওভালে অনুষ্ঠিত বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন সৌম্য সরকার। ইমরুল কায়েস খেলেছেন সাবলীল ক্রিকেট। মিডলঅর্ডারে মুশফিক-মাহমুদউল্লাহ-সাকিব খেলেছেন দায়িত্ব নিয়ে।

কাঁধের অস্ত্রোপচার ও পুনর্বাসন শেষে প্রায় পাঁচ মাস পর বল হাতে নিয়ে প্রথম ওভারেই উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৯ ওভার বোলিং করিয়ে পরখ করা হয়েছে লেগস্পিনার তানভির হায়দারকে। তাসকিন-রুবেল-মাশরাফিকে দেখা গেছে চেনা ছন্দেই।

প্রস্তুতি শেষ, এবার মাঠে নামার অপেক্ষা। ৬ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলার তর সইছে না বাংলাদেশ দলের ক্রিকেটারদের। মাঠে কেমন পারফরম্যান্স করে সতীর্থরা সেটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ম্যাচ জেতার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, ‘যে কোনো সিরিজের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ, বিশেষ করে তিন ম্যাচের সিরিজে। প্রথম ম্যাচটা জেতা মানে সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাওয়া। চেষ্টা করবো সেরকম কিছু করার। সবাই মনোযোগী, যতটা সম্ভব আমরা প্রস্তুতি নিয়েছি। দেখা যাক, মাঠে কেমন হয়। ’

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের অতীত পারফরম্যান্স আশা জাগানিয়া নয়। তবে দেশের মাটিতে ধারাবাহিক ভালো করায় বিদেশের মাটিতেও সমীহ পাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশকে হারাতে হলে সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে বলে মনে করছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘বাংলাদেশ পুরোপুরি ব্যালান্সড একটা দল এবং ওয়ানডেতে অভিজ্ঞ একটি ইউনিট। ওদের হারাতে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। দেশের মাটিতে ওদের হারানো ভীষণ কঠিন। নিজেদের মাঠে ওরা প্রায় সবাইকে হারিয়েছে। দেশের বাইরে ওরা আরও অভিজ্ঞ হচ্ছে। ’

নিউজিল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বলে ইঙ্গিত দেন উইলিয়ামসন, ‘আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব এবং উইকেট নিতে চাইবো। আমরা চাই পেসাররা চেপে ধরুক ওদের ব্যাটসম্যানদের। ’

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এ অবধি সাতটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সবগুলোতে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে দু’দলের মুখোমুখি দেখায় ২৫ ম্যাচে বাংলাদেশের জয় আটটিতে। ১৭বার জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের সবগুলো জয়ই এসেছে দেশের মাটিতে। এবার অ্যাওয়ে ম্যাচে জয় তুলে কি ইতিহাস বদলাবে মাশরাফিরা?

গত বছর ঘরের মাঠে একের পর এক সাফল্য এনে দেওয়া ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান কাঁধের অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে পুরোপুরি ফিটের সার্টিফিকেট পেয়েছেন। বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে জানিয়ে দিয়েছেন, ম্যাচ খেলতে প্রস্তুত মোস্তাফিজ।  

৯ ওয়ানডেতে ২৬ উইকেট নেওয়া এ বাঁহাতি পেসার বাংলাদেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রায় ১৩ মাস পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলবেন এ ক্রিকেটার। মোস্তাফিজ কাল কার্যকরী হলে বক্সিং ডে’র বিশেষ দিনটি বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে আরও রঙিন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/ তানভির হায়দার, মেহেদি হাসান মিরাজ/রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নেইল ব্রুম, কলিন মুনরো, লুক রঞ্চি, কলিন ডি গ্র্যান্ডহোম, মিশেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি/ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

** শেষ মুহূর্ত পর্যন্ত মোস্তাফিজের জন্য অপেক্ষা
** ওয়ার্ল্ডক্লাস মোস্তাফিজ ভীতিতে নিউজিল্যান্ড
** বাংলাদেশকে হুমকি মানছেন উইলিয়ামসন
** বাংলাদেশের বিপক্ষে হোম কন্ডিশন কাজে লাগাতে প্রস্তুত স্যান্টনার
** মুশফিকের ফেসবুকে ‘বাংলাদেশ ৭-নিউজিল্যান্ড ১!’
** বাংলাদেশের বিপক্ষে থাকছেন না সাউদি-বোল্ট
** টাইগারদের বিপক্ষে ব্রুমের শরণাপন্ন নিউজিল্যান্ড
** নিউজিল্যান্ডের বাংলাদেশ ভীতি
** নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা
** ওয়ানডের ভেন্যুতে টাইগাররা

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।