ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লায়ন্সকে হারিয়ে ফাইনালে টাইগার্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
লায়ন্সকে হারিয়ে ফাইনালে টাইগার্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জে শুরু হয়েছে এসপিএল (সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উন্মাদনা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শুরু হয়েছে এসপিএল (সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উন্মাদনা।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এসপিএল টি-টোয়েন্টির সেমিফাইনালে সিরাজগঞ্জ লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সিরাজগঞ্জ টাইগার্স।

টসে জিতে ব্যাট করতে নামা সিরাজগঞ্জ লায়ন্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মারুফ ৫৬ বলে ৪৬ রান করলেও বাকিদের মধ্যে অধিনায়ক জিয়া (১০) ছাড়া আর কেউ ২ অঙ্কে পৌঁছাতে পারেননি।

সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয় ও মিলন দু’টি করে উইকেট লাভ করেন।

১০৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন মোহাম্মদ আশরাফুল ও মিলন। প্রথম উইকেট জুটিতে তারা করেন ২৬ রান। ৯ রান করে জাতীয় দলের ক্রিকেটার সাইকলাইন সজীবের বলে আউট হওয়ার পর ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে। তবে, রানের চাকাও চলে সমান তালে। ১৭.৩ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান করে জয়লাভ করেন টাইগার্স দল।
এনামুল হক বিজয় দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ২১ রান করে করেন। শেষ মুহূর্তে মারমুখী ব্যাটিং করে সিরাজগঞ্জ টাইগার্সের বিজয় নিশ্চিত করেন রকি। লায়ন্সের পক্ষে সাকলাইন সজীব ও এসআর শুভ দু’টি করে উইকেট লাভ করেন।

সোমবার (১৩ ডিসেম্বর) ফাইনালে সকাল ১০টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ সুপার কিংসের বিরুদ্ধে লড়বে সিরাজগঞ্জ টাইগার্স।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।