ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্থগিত হওয়া জাতীয় লিগ শুরু ২০ ডিসেম্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
স্থগিত হওয়া জাতীয় লিগ শুরু ২০ ডিসেম্বর ছবি:সংগৃহীত

বৃষ্টির কারণে প্রথম তিন রাউন্ড শেষে স্থগিত হয়ে গিয়েছিল ১৭তম জাতীয় ক্রিকেট লিগ। এরপর বিপিএলের চতুর্থ আসর মাঠে গড়ালে পড়ে যায় লম্বা বিরতি।

ঢাকা: বৃষ্টির কারণে প্রথম তিন রাউন্ড শেষে স্থগিত হয়ে গিয়েছিল ১৭তম জাতীয় ক্রিকেট লিগ। এরপর বিপিএলের চতুর্থ আসর মাঠে গড়ালে পড়ে যায় লম্বা বিরতি।

বিপিএল শেষে আবার শুরু হচ্ছে দেশের প্রধান প্রথম শ্রেনির ক্রিকট প্রতিযোগিতা। বিসিবি সূত্রে জানা গেছে আগামী ২০ ডিসেম্বর শুরু হবে চতুর্থ রাউন্ড। পুরো আসরে দুই টায়ারে মোট ছয়টি রাউন্ড অনুষ্ঠিত হবে।

তিন ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টায়ার-১ থেকে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টায়ার-২ থেকে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।