ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অলরাউন্ডারময় বিপিএল ফাইনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
অলরাউন্ডারময় বিপিএল ফাইনাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

দু’দলের লাইনআপে আছেন ফর্মে থাকা বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বোলার। তবে সবকিছু ছাপিয়ে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যকার বিপিএল ফাইনালের স্পটলাইটে একঝাঁক অলরাউন্ডার।

ঢাকা: দু’দলের লাইনআপে আছেন ফর্মে থাকা বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বোলার। তবে সবকিছু ছাপিয়ে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যকার বিপিএল ফাইনালের স্পটলাইটে একঝাঁক অলরাউন্ডার।

শুক্রবার (৯ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬টায় শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। ঢাকার তৃতীয় নাকি প্রথম শিরোপার স্বাদ নেবে রাজশাহী সেটিই এখন দেখার অপেক্ষা!

বিশ্ব ক্রিকেটেই ব্যাটে-বলে বিস্ফোরক এক অলরাউন্ডারের নাম আন্দ্রে রাসেল। ঢাকা টিমে তার সঙ্গে আছেন ডোয়াইন ব্রাভো, সাকিব আল হাসান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন।

ব্যাটি, বোলিং ও ফিল্ডিংয়ে প্রত্যেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। পরীক্ষিত সাকিব, ব্রাভো ও রাসেল বহুবারই এমন দৃষ্টান্ত দেখিয়েছেন। কিন্তু টি-২০ ফরমেটের ফাইনালের মতো বড় ম্যাচে নাসির ও মোসাদ্দেককে মানিয়ে নিতে হবে।

রাজশাহীর অলরাউন্ড শিবিরের নেতৃত্বে ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামি। দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের সঙ্গী সামিত প্যাটেল, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, জেমস ফ্রাঙ্কলিন ও তরুণ আফিফ হোসেন। ঢাকার মতো বড় তারকার ছড়াছড়ি না থাকলেও এবারের আসরে প্রত্যেকেই যার যার সামর্থ্যের জানান দিয়েই নিজেদের লাইমলাইটে নিয়ে এসেছেন।

বোলিং অ্যাটাকে স্যামি-মিরাজ-আফিফদের সঙ্গে রয়েছেন কেসরিক উইলিয়ামস ও স্পিনার নাজমুল ইসলাম। প্রয়োজনের মুহূর্তে দু’জনই ব্রেকথ্রু এনে দিয়ে ম্যাচ জয়ে ভূমিকা রাখতে পারেন। তবে অবশ্যই মিডল অর্ডার ব্যাটিং ও বোলারদের ওপর নির্ভর করতে পারে রাজশাহী।

মুমিনুল হক, নুরুল হাসান ও সাব্বির রহমানকেও নিজেদের সেরাটা দিতে হবে, যা তাদেরকে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর সামনে রেখে ছন্দে রাখবে।

ঢাকার দুই ওপেনার মেহেদী মারুফ ও এভিন লুইস বিপদজনক। টপঅর্ডারে ভারসাম্য রাখতে লঙ্কান ব্যাটিং জিনিয়াস কুমার সাঙ্গাকারা তো আছেনই।

সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনালই উপভোগ করতে পারেন দর্শকরা। দু’দলই শিরোপা অন্যতম দাবিদার। শুরু থেকেই ‘হট ফেভারিট’ তকমা পেয়ে আসছে তারকাসমৃদ্ধ সাকিবের ঢাকা। তবে শেষদিকে এসে দুর্দান্ত পারফরম্যান্সে জ্বলে ওঠে স্যামি-সাব্বিরের রাজশাহী।

এক দিক থেকে ঢাকা ডায়নামাইটসের চেয়ে এগিয়ে রাজশাহী কিংস। টুর্নামেন্টে সাকিবরা যে চারটি ম্যাচ হেরেছেন তার দু’টিই রাজশাহীর বিপক্ষে।

ঢাকার সামনে যেমন মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ, ঠিক তেমনি তাদের বিপক্ষে হ্যাটট্রিক জয়ে রাজশাহী বাঁধভাঙা উল্লাসে মাতলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আজ শেষ হাসি কে হাসবেন? সাকিব নাকি স্যামি?

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।