ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

স্মিথ-ওয়ার্নারদের আগাম বার্তা পাঠালেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
স্মিথ-ওয়ার্নারদের আগাম বার্তা পাঠালেন আমির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

২০৮ রানের জবাবে রানের খাতা না খুলতেই তিন উইকেট নেই! দলীয় তিন রানে চার উইকেটের পতন। কেয়ার্নসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বোলিং তাণ্ডবই চালান মোহাম্মদ আমির। টেস্ট সিরিজ শুরুর আগে স্মিথ-ওয়ার্নারদের আগাম বার্তাই পাঠালেন পাকিস্তানের পেস সেনসেশন।

ঢাকা: ২০৮ রানের জবাবে রানের খাতা না খুলতেই তিন উইকেট নেই! দলীয় তিন রানে চার উইকেটের পতন। কেয়ার্নসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বোলিং তাণ্ডবই চালান মোহাম্মদ আমির।

টেস্ট সিরিজ শুরুর আগে স্মিথ-ওয়ার্নারদের আগাম বার্তাই পাঠালেন পাকিস্তানের পেস সেনসেশন।

ব্রিসবেনে আগামী ১৫ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। টেস্টের পর রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

আমিরের মাত্র দুই ওভারের বোলিং স্পেলেই স্বাগতিকদের রীতিমতো হতবুদ্ধি অবস্থা। দিবারাত্রির তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন (৮ ডিসেম্বর) শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় তিন ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ৩ রান! ভাবা যায়!

একাই তিনটি উইকেট দখল করেন আমির। ইনিংসের প্রথম ওভারের প্রথম দুই বলে জিমি পেইরসন ও জেক কার্ডারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন ২৪ বছর বয়সী এ বাঁহাতি পেসার।

তার আগে নিজেদের প্রথম ইনিংসে স্টিকেটি-ভ্যালেন্টদের বোলিং তোপের মুখে পড়েন মিসবাহ-ইউনিসরা। ২০৮ রানে অলআউট হয় পাকিস্তান। সর্বোচ্চ ৫৪ রান আসে ইউনিস খানের ব্যাট থেকে। দুই তরুণ পেসার মার্ক স্টিকেটি ৩টি ও ক্যামেরন ভ্যালেন্ট চারটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।