ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীনাথকে ছাড়িয়ে গেলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
শ্রীনাথকে ছাড়িয়ে গেলেন অশ্বিন ছবি: সংগৃহীত

টেস্টে ভারতের সাবেক তারকা পেসার জাভাগাল শ্রীনাথকে টপকে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন ত্রিশ বছর বয়সী এ অফস্পিনার।

ঢাকা: টেস্টে ভারতের সাবেক তারকা পেসার জাভাগাল শ্রীনাথকে টপকে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন ত্রিশ বছর বয়সী এ অফস্পিনার।

মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিনে মঈন আলীকে (৫০) ফিরিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান অশ্বিন। ক্যারিয়ারের ৪৩তম ম্যাচে ছাড়িয়ে যান শ্রীনাথের ২৩৬ উইকেট।

একই ওভারে (৭১তম) মঈনের পর অভিষেকেই সেঞ্চুরি হাঁকানো কিটন জেনিংসকেও (১১২) সাজঘরে পাঠান অশ্বিন। দলীয় ২৩০ রানেই চতুর্থ উইকেট হারায় ইংলিশরা।

এ ফরমেটে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক অনিল কুম্বলে। সাবেক এ কিংবদন্তি লেগস্পিনার ১৩২ টেস্টে ৬১৯টি উইকেট দখল করেন। তার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে কপিল দেব (৪৩৪) ও হরভজন সিং (৪১৭)।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।