ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক ধোনি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক ধোনি! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ধোনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২৯ অক্টোবর, বিশাখাপত্তমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলার পর আর কোনো অফিসিয়াল ম্যাচ খেলেননি ভারতের দলপতি।

ঢাকা: ভারতের সীমিত ওভারের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঘরোয়া ক্রিকেটে কোনো ম্যাচ না-খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে নামতে যাচ্ছেন। তাও আবার দীর্ঘ প্রায় আড়াই মাস পর! ভারতের ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়ার মধ্যদিয়ে ধোনি আবারো ব্যাট হাতে নামছেন।

আগামী ১৫ জানুয়ারি সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন ধোনি। পুনেতে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ধোনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২৯ অক্টোবর, বিশাখাপত্তমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলার পর আর কোনো অফিসিয়াল ম্যাচ খেলেননি ভারতের দলপতি।

এদিকে, মূল সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। আগামী ১০ ও ১২ জানুয়ারি মুম্বাইয়ে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সফরকারীদের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। আর এই দলের নেতৃত্ব দেওয়ার কথা বিপাকে পড়া ধোনির।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, দীর্ঘদিন পর কোনো ক্রিকেটার ইনজুরি থেকে ফিরলে তাকে অবশ্যই একটি হলেও প্রথমশ্রেণির ম্যাচ খেলতে হয়। এরপর তাকে ফিট মনে হলে নির্বাচক কমিটি চাইলেই জাতীয় দলে রাখতে পারবে। ধোনি যদিও কোনো ইনজুরিতে পড়েননি, তারপরও দীর্ঘদিন পর মাঠে নামার জন্য তার ফিট থাকার ব্যাপারটি সামনে এসে দাঁড়ায়।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি ঝাড়খণ্ডের হয়ে চলতি রঞ্জি ট্রফিতে খেলেননি। গত বছর অস্ট্রেলিয়া সফরের জন্য বিজয় হাজারে ট্রফি খেলে নিজেকে ম্যাচ ফিট রেখেছিলেন তিনি। এবার বিজয় হাজারে ট্রফি শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে। ততদিনে সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাবে।

এখন শুধু বোর্ডের নিয়ম মেনে ধোনিকে ম্যাচ ফিট প্রমাণ করার জন্য রঞ্জি ট্রফিতে খেলার পথ খোলা। ধোনিকে ছাড়াই রঞ্জির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ঝাড়খণ্ড। এদিকে, রঞ্জিতে খেলার ব্যাপারে এখনও কিছু জানাননি ধোনি। যদিও পরামর্শদাতা হিসেবে ঝাড়খণ্ড দলে রয়েছে ধোনির নাম। রঞ্জিতে ভিন্ন ভূমিকায় দলে তার নাম থাকলেও কিছুদিন দলের সঙ্গে তিনি অনুশীলন করেছেন।

এদিকে, রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজেশ ভার্মা জানান, ‘বিজয় হাজারে ট্রফি সীমিত ওভারের হলেও (৫০ ওভার ম্যাচ) রঞ্জি ট্রফি লংগার ভার্সনের ক্রিকেট ম্যাচ। তাই ধোনির জন্য এই ফরমেটে খেলা কিছুটা অবাক করার মতোই হবে। কারণ তিনি ইতোমধ্যেই সাদা পোশাকের ম্যাচ খেলা ছেড়ে দিয়েছেন। তবে, ব্যক্তিগতভাবে ধোনি নিজেকে ফিট প্রমাণ করার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছেন আর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ফিটের মতো তাকে কতটা পাওয়া যাবে, তা বোর্ড সিদ্ধান্ত নেবে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।