ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট জানুয়ারিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট জানুয়ারিতে

আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজশাহীতে শুরু হবে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

রাজশাহী: আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজশাহীতে শুরু হবে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠেয় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আহসান হাবীব অপু বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির এক সভায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সভায় আহসান হাবীব অপুকে আহ্বায়ক ও হাবিবুর রহমান পাপ্পুকে সদস্য সচিব করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।

তিনি আরও জানান, সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীতে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক/ক্যামেরা পারসনরা এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন।

রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র, রেডিও স্টেশন এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নামে টুর্নামেন্টে অংশ নেওয়া যাবে।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ১ হাজার টাকা এন্ট্রি ফি জমা দিতে হবে, জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।