ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের অজি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের অজি দল ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মান বাঁচানো অ্যাডিলেড টেস্টের পুনর্গঠিত স্কোয়াডটিই অপরিবর্তিত রাখলো অস্ট্রেলিয়া। একই দল নিয়ে পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে মাঠে ‍নামবেন স্টিভেন স্মিথরা।

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মান বাঁচানো অ্যাডিলেড টেস্টের পুনর্গঠিত স্কোয়াডটিই অপরিবর্তিত রাখলো অস্ট্রেলিয়া। একই দল নিয়ে পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে মাঠে ‍নামবেন স্টিভেন স্মিথরা।

ব্রিসবেনে আগামী ১৫ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টায়। টেস্টের পর রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

হোবার্টে (১২-১৫ নভেম্বর) প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে ২-০ তে সিরিজ হারায় অজিরা। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে দিবারাত্রির অ্যাডিলেড টেস্টে (২৪-২৭ নভেম্বর) ব্যাপক পরিবর্তন আনেন নির্বাচকরা। আগের ম্যাচের মাত্র ছয়জন সুযোগ পান।

ফলাফলও হয় ইতিবাচক। সাত উইকেটের স্বস্তির জয় পায় পন্টিং-হেইডেনদের উত্তরসূরিরা। ওই ম্যাচটিতে তিন ব্যাটসম্যান ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব ও নিক ম্যাডিসনের টেস্ট অভিষেক ঘটে। তিনজনকেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের দলে রাখা হয়েছে।

শন মার্শকে ঘিরে অনিশ্চয়তা থাকায় তাকে ১২ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি। তার পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে। পার্থে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে তিনি আঙুলের ইনজুরিতে ভোগেন।

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যস্ত অজিরা। এরই মধ্যে তারা প্রথম দুই ওয়ানডে জিতে নিয়েছে। ৯ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে।

অন্যদিকে, নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের সবশেষ টেস্ট সিরিজটি মোটেও ভালো যায়নি। দুই ম্যাচের একটিতেও তারা প্রতিরোধ গড়তে পারেনি। এবার মিসবাহদের চ্যালেঞ্জের নাম অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, নাথান লিওন, জ্যাকসন বার্ড, চাদ সেয়ারস।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।