ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় স্বপ্নপূরণের অপেক্ষায় তানভির 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
অস্ট্রেলিয়ায় স্বপ্নপূরণের অপেক্ষায় তানভির  সবার বাঁয়ে তানভির-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করতে যাচ্ছে ২২ সদস্যের বাংলাদেশ দল। একমাত্র লেগস্পিনার হিসেবে যাচ্ছেন তানভির হায়দার। প্রথমবার বাংলাদেশ দলের সদস্য হয়েই বিদেশ সফরে যাচ্ছেন তানভির।

ঢাকা: নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করতে যাচ্ছে ২২ সদস্যের বাংলাদেশ দল। একমাত্র লেগস্পিনার হিসেবে যাচ্ছেন তানভির হায়দার।

প্রথমবার বাংলাদেশ দলের সদস্য হয়েই বিদেশ সফরে যাচ্ছেন তানভির।  

অস্ট্রেলিয়ায় ক্যাম্পের জন্য যাওয়া তানভিরের কাছে বিশেষ কিছু। কেননা তার ‘আইডল’ শেন ওয়ার্নের দেশ। শেষ ওয়ার্নের বোলিং টিভিতে দেখেই বোলিং শুরু করেছিলেন। অস্ট্রেলিয়ায় গিয়ে শেন ওয়ার্নের দেখা পেলে স্বপ্নপূরণ হবে তানভিরের। চেষ্টায় থাকবেন ওয়ার্নের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় টিপস নেওয়ার, ‘শেন ওয়ার্নের সঙ্গে দেখা আমার একটা স্বপ্নপূরণ হবে। আমি চেষ্টাও করবো তার  সাথে দেখা করার। টিম ম্যানেজম্যান্টকে যদি বলতে পারি ওর সাথে যদি মিট করিয়ে দেওয়া যায়। আমার অনেক উপকার হবে। ওয়ার্নের সাথে কোনোভাবে যদি দেখা হয় অনেক কিছু জানতে ও শিখতে পারবো। ’

শেন ওয়ার্নকে দেখেই ক্রিকেটে আগ্রহী হয়েছেন তানভির। এখনও ইউটিউবে দেখেন তার বোলিং টিপস। স্বপ্নের এ তারকার কাছ ম্যাচে কিভাবে মানসিক দিক থেকে শক্ত থাকা যায় সে টিপস নেবেন তানভির, ‘শেন ওয়ার্ন পাঁচ-ছয় রকমের বোলিং করতে পারতো। আমি তিন-চার রকম পারি। আমার ম্যাচ টেম্পারম্যান্টট বেশি দরকার। ও ম্যাচে কিভাবে থাকতো, বোলিং করার প্ল্যান কি থাকতো। ফিল্ডিং সাজানো কেমন হতো। ওগুলো নিয়ে আমি শুনবো ওর কাছ থেকে। ’

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে তিনদিনের প্রস্তুতি ম্যাচে তিন উইকেট নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের নজর কাড়েন এ লেগস্পিনার। বোলিংয়ে আরেকটু অ্যাকুরিসি বাড়ানোর পরামর্শ নাকি দিয়েছেন কোচ, ‘হাতুরুসিংহে বলেছেন, তোমার বোলিং আমার ভালো লেগেছে। তোমার ইনটেনসিটি আরও বাড়াতে হবে। উপমহাদেশে খেললে ২০-২৫ ওভার প্রতিদিন বোলিং করতে হবে। তোমার এই ইনটেনসিটি ফিটনেস আনতে হবে। আর অ্যাকুরিসি বাড়াতে হবে। ’

অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে বাংলাদেশ দল চলে যাবে নিউজিল্যান্ড সফরে। সেখানে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিক দলের বিপক্ষে। ম্যাচ খেলার সুযোগ পেলে ভালো করার ব্যাপারে আশাবাদী এই ক্রিকেটার, ‘যে কোনো উইকেটে যে কোনো কন্ডিশনে ঠিক জায়গায় বল করতে পারলে কিন্তু মারতে গিয়ে ব্যাটসম্যানের আউট হওয়ার সুযোগ থাকে। আমার ওইটাই থাকবে। আমি ভালো জায়গায় বল করতে চাইবো। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।