ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘গেইলের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা রোমাঞ্চকর’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
‘গেইলের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা রোমাঞ্চকর’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মারকাটারি ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপন ক্রিস গেইল। এই ক্যারিবীয় দানবের সঙ্গে জুটি বেধে বিপিএলে ব্যাটিং করেছেন তামিম ইকবাল। তাতে রোমাঞ্চকর অভিজ্ঞতাই হয়েছে তামিমের। 

মিরপুর থেকে: মারকাটারি ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপন ক্রিস গেইল। এই ক্যারিবীয় দানবের সঙ্গে জুটি বেধে বিপিএলে ব্যাটিং করেছেন তামিম ইকবাল।

তাতে রোমাঞ্চকর অভিজ্ঞতাই হয়েছে তামিমের।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গেইলের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে চিটাগং ভাইকিংসের অধিনায়ক জানান, ‘গেইলের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ। এটা ভিন্ন অভিজ্ঞতা। যে বলগুলোতে সাধারণত পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানরা এক বা দুই নেয়, ওগুলো গেইল ছয় মেরে দেয়। আমার জন্য একটু দুর্ভাগ্য আমি বেশি দেখতে পারিনি। তবে যতটুকু দেখছি সেটা ছিল দুর্দান্ত। ’

জ্যামাইকা থেকে ক্রিস গেইলকে এনেও বিপিএলে ফাইনালের পথে হাঁটতে পারেনি চিটাগং। শেষ চারের এলিমিনিটর ম্যাচে রাজশাহী কিংসের কাছে ৩ উইকেটে হেরে গেছে তারা।  

গেইল আজ ৪৪ রানের ইনিংস খেললেও পাঁচ ম্যাচে তার মোট রান ১০৯। নামের পাশে ঠিক মানানসই নয়। তামিম অবশ্য তাতে খুব হতাশ নন। গেইলের ভালো খেলার চেষ্টা ও সতীর্থদের সঙ্গে আন্তরিকতাকেই বড় করে দেখছেন তিনি, ‘ক্রিকেট এমন একটা জিনিস আপনি যত বড় খেলোয়াড় আনেন না কেন, পারফরম্যান্স হবে কী হবে না, এটার গ্যারান্টি নেই। ওর আচরণ যেটা ছিল তাতে আমি খুশি। সে মন-প্রাণ দিয়ে চেষ্টা করেছে। হৃদয় থেকে সব ধরনের সাহায্য করার চেষ্টা করেছে। ’

‘যেটা আমরা আশা করেছি সেটা হয়তো হয়নি। তবে ওটা নিয়ে আমি আপসেট না। ১১ জনের মধ্যে আরও ১০ জন ছিল, আমরাও ভালো করতে পারতাম। ’-যোগ করেন তামিম।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ০৬ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।