ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

খুলনা টাইটান্সকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
খুলনা টাইটান্সকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ‍খুলনা টাইটান্স সেমিফাইনালে ওঠায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্রিকেট একাডেমি। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউজের সামনে থেকে খুলনার সব ক্রিকেট একাডেমির পক্ষ থেকে মিছিলটি বের করা হয়।

খুলনা: বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ‍খুলনা টাইটান্স সেমিফাইনালে ওঠায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্রিকেট একাডেমি।
 
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউজের সামনে থেকে খুলনার সব ক্রিকেট একাডেমির পক্ষ থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

বিভিন্ন বয়সী ক্রিকেটপ্রেমীরা খুলনা টাইটান্স ও বাংলাদেশের পতাকাসহ প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন। এ সময় তারা খুলনা টাইটান্সের শুভ কামনা করে বিভিন্ন শ্লোগান দেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এমআরএম/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।