ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজকে কাছে পেয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
মোস্তাফিজকে কাছে পেয়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাঁধের ইনজুরি ও অস্ত্রোপচারের কারণে চার মাসেরও বেশি সময় ধরে খেলার বাইরে মোস্তাফিজুর রহমান। মিরপুরের একাডেমি মাঠে বোলিং করে যাচ্ছেন ছন্দ ফিরে পেতে। বিপিএলে অংশ নেওয়া টিমগুলোর অনুশীলন চলে এ মাঠেই।

মিরপুর থেকে: কাঁধের ইনজুরি ও অস্ত্রোপচারের কারণে চার মাসেরও বেশি সময় ধরে খেলার বাইরে মোস্তাফিজুর রহমান। মিরপুরের একাডেমি মাঠে বোলিং করে যাচ্ছেন ছন্দ ফিরে পেতে।

বিপিএলে অংশ নেওয়া টিমগুলোর অনুশীলন চলে এ মাঠেই।

ক্রিকেটারদের নিরাপত্তা দিতে একাডেমি মাঠের বিভিন্ন অংশে প্রতিদিন দায়িত্ব পালন করেন ২০ জন পুলিশ সদস্য। শেষ চারে থাকা দলগুলোর ম্যাচ থাকায় আজ অনুশীলন নেই। তবে নিউজিল্যান্ড সিরিজে নিজের শতভাগ দিতে অনুশীলনে আছেন মোস্তাফিজ।

প্রথম স্পেলের বোলিং শেষ করে ছাউনির নিচে বিশ্রাম নিচ্ছিলেন কাটার মাস্টার। সুযোগটা হারাতে চাইলেন না পুলিশ সদস্যরা। ছুটে এলেন মোস্তাফিজের কাছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা পুলিশ সদস্যরা একত্রিত হয়ে বসলেন ছাউনির নিচে। মোস্তাফিজও আড্ডা জুড়ে দিলেন তাদের সাথে। বিশ্রাম শেষে মোস্তাফিজ উঠে দাঁড়াতেই উঠলো সেলফি ‘ঝড়’।

আলাদা করে সবাই সেলফি তুলতে লাগলেন মোস্তাফিজের সঙ্গে। সবার আবদার মিটিয়ে আবার বোলিং শুরু করলেন এ বাঁহাতি পেসার।

নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্পের জন্য   বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওয়ানা হবেন মোস্তাফিজ। ২২ সদস্যের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে বিপিএলের ফাইনাল থেকে ছিটকে পড়া ক্রিকেটাররাও থাকবেন ওই ফ্লাইটে।

ফাইনালে খেলা ক্রিকেটাররা রওয়ানা দেবেন ১০ ডিসেম্বর রাত সোয়া ১০টায়। অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প শেষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে শুরু সিরিজের প্রথম ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।