ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে তামিমের এক হাজার রান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
বিপিএলে তামিমের এক হাজার রান ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফো.কম

মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের পর বিপিএলে এক হাজার রানের ক্লাবে নাম লেখালেন চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। অনন্য এই মাইলফলকটি স্পর্শ করতে তামিমের প্রয়োজন ছিল ২৫ রান। যা এলিমিনেটর ম্যাচে এসে রাজশাহী কিংসের বিপক্ষে তুলে নিলেন এই তারকা ওপেনার।

মিরপুর থেকে: মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের পর বিপিএলে এক হাজার রানের ক্লাবে নাম লেখালেন চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। অনন্য এই মাইলফলকটি স্পর্শ করতে তামিমের প্রয়োজন ছিল ২৫ রান।

যা এলিমিনেটর ম্যাচে এসে রাজশাহী কিংসের বিপক্ষে তুলে নিলেন এই তারকা ওপেনার।

এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলে ফাইনালে উঠার মিশনে রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে তামিমের চিটাগং ভাইকিংস। আর ব্যাটিংয়ে নেমে শুরুটা করেন করেন বেশ সতর্কে। দেখেশুনে মোকাবেলা করেছেন প্রতিটি বল। কখনও সিঙ্গেল, কখনও ডাবলস। আবার কখনও খেলেছেন বাউন্ডারি শট।

হাজারি রানের ক্লাবে নিজের নাম লেখানোর দিন মারকুটে তামিমের প্রথম বাউন্ডারির দেখা পেতে দেখতে হয়েছে ১০টি বল। দ্বিতীয় ওভারে মেহেদি হাসান মিরাজের অফ স্ট্যাম্পের বাইরে থাকা পঞ্চম বলটি কিছুটা ব্যাক ফুটে গিয়ে ঠেলে দিয়েই তুলে নেন প্রথম বাউন্ডারি।

এভাবেই বেশ সতর্কে ২৫ রান তুলে নিয়ে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলেন তামিম।   আর এই ২৫ রান করতে তিনি মোকাবেলা করেছেন ২৫টি বল। যেখানে চারের মার ছিল ৪ টি।

বিপিএলে গেল তিন আসরে ৫৫০ রান নিয়ে এবারের আসর শুরু করা তামিম ইকবাল এই আসরে এরই মধ্যে ৪৫০ রান তুলে নিয়ে সেরা সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।