ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের রঙ্গিন পোশাকে ফিরলেন মরগান-হেলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
ইংলিশদের রঙ্গিন পোশাকে ফিরলেন মরগান-হেলস সতীর্থদের সঙ্গে মরগান ও হেলস-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর রঙ্গিন পোশাকের এ দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনার অ্যালেক্স হেলস। তবে বাংলাদেশের বিপক্ষে দারুণ খেলা বেন ডাকেটকে বাদ পড়তে হয়েছে।

ঢাকা: ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর রঙ্গিন পোশাকের এ দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনার অ্যালেক্স হেলস।

তবে বাংলাদেশের বিপক্ষে দারুণ খেলা বেন ডাকেটকে বাদ পড়তে হয়েছে।

গত বাংলাদেশ সিরিজে তিন ম্যাচের ওয়ানডেতে দুটি হাফসেঞ্চুরি করেছিলেন ডাকেট। কিন্তু ইংলিশদের শেষ ১২ ওয়ানডের মধ্যে নয়টিতে জেতা দলটিকেই নির্বাচকদের পছন্দ হয়েছে।

মরগান ও হেলস বাংলাদেশ সফরে নিরাপত্তার অযুহাত দেখিয়ে সফর করেননি। তবে এই সিরিজে তারা আবারও ফিরছেন। এছাড়া দলে ফিরছেন জো রুট। তরুণ এ ব্যাটসম্যানকে টাইগারদের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল।

ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ শেষে আগামী ১৫ জানুয়ারি পুনেতে প্রথম ওয়ানডেতে লড়বে দু’দল। পরে ২৬ জানুয়ারিতে কানপুরে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

ওয়ানডে দল:
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস।

টি-টোয়েন্টি দল:
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, তামিল মিলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।