ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আশাহত তিন ক্রিকেটার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
আশাহত তিন ক্রিকেটার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলে ভালো পারফরম্যান্স করায় নাসির হোসেন, শাহরিয়ার নাফীস ও মেহেদি মারুফের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ঢাকা: বিপিএলে ভালো পারফরম্যান্স করায় নাসির হোসেন, শাহরিয়ার নাফীস ও মেহেদি মারুফের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ তিন ক্রিকেটারকে অস্ট্রেলিয়াগামী দলে অন্তর্ভূক্ত করা যায় কিনা-এ নিয়ে নির্বাচকদের সাথে আলোচনা করবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি।

 

তাতে আশা জেগেছিল এ তিন ক্রিকেটারের মনে। শেষ সময়ে এসে আশাহত হতে হলো তাদের। কেননা এ তিনজনের কেউই নেই নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে। নির্বাচকদের দেওয়া ২২ সদস্যের স্কোয়াডে পরিবর্তন কেবল একটি। পেসার মোহাম্মদ শহীদ ইনজুরিতে থাকায় তার জায়গায় দলে এসেছেন রুবেল হোসেন।

নাজমুল হোসেন শান্ত ও ইবাদত হোসেন ২২ জনে থাকলেও তারা যাচ্ছেন ডেভেলপমেন্ট পারফরমার হিসেবে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফর সব সময়ই কঠিন বাংলাদেশের জন্য। সেখানকার আবহাওয়া, পরিবেশ, উইকেট-সব কিছুর সঙ্গে ক্রিকেটারদের খাপ খাওয়ানোটা একটা চ্যালেঞ্জিং বিষয়। ২০১৫ বিশ্বকাপের আগে আগাম অস্ট্রেলিয়া গিয়ে অনুশীলন করার ফল পেয়েছিল বাংলাদেশ। এ কারণেই নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কেননা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন অনেকটা একইরকম।

দুই ভাগে অস্ট্রেলিয়া যাবে ২২ সদস্যের বাংলাদেশ দল। সেখানে ১০ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ড উড়ে যাবে তারা। ২২ জনের সবাই নিউজিল্যান্ডে যাবেন বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ২৬ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে পাঁচজন ক্রিকেটার দেশে ফিরে আসবেন।

নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের স্কোয়াড:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভির হায়দার।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।