ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

প্লে-অফের আগে ব্যাটে-বলে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
প্লে-অফের আগে ব্যাটে-বলে এগিয়ে যারা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

দেখতে দেখতে বিপিএলের চতুর্থ আসর শেষের পথে। এরই মধ্যে রাউন্ড রবিন লিগ পর্বের ৪২টি ম্যাচই শেষ হয়েছে। শীর্ষ চারটি দল জায়গা করে নিয়েছে প্লে-অফে। এবার এলিমিনেটর ও দু’টি কোয়ালিফায়ার ম্যাচ উপভোগের অপেক্ষায় দর্শকরা। ফাইনাল ৯ ডিসেম্বর।

ঢাকা: দেখতে দেখতে বিপিএলের চতুর্থ আসর শেষের পথে। এরই মধ্যে রাউন্ড রবিন লিগ পর্বের ৪২টি ম্যাচই শেষ হয়েছে।

শীর্ষ চারটি দল জায়গা করে নিয়েছে প্লে-অফে। এবার এলিমিনেটর ও দু’টি কোয়ালিফায়ার ম্যাচ উপভোগের অপেক্ষায় দর্শকরা। ফাইনাল ৯ ডিসেম্বর।

রোববার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত শেষ ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসকে ছয় উইকেটে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে খুলনা টাইটান্স। পাঁচ থেকে এক লাফে উঠে আসে দ্বিতীয় স্থানে। খুলনার জয়ে বিদায় নেয় রংপুর রাইডার্স। আগেই ছিটকে পড়ে বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

একদিন বিরতির পর মঙ্গলবার (৬ ডিসেম্বর) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। সরাসরি ফাইনালের লক্ষ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ঢাকা-খুলনা লড়বে প্রথম কোয়ালিফায়ারে। ম্যাচ দু’টি শুরু হবে যথাক্রমে দুপুর ১টা ও সন্ধ্যা পৌনে ৬টায়। পরদিন মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে মুখোমুখি হবে এলিমিনেটর জয়ী ও কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল।

টুর্নামেন্টে ব্যাটে-বলে তারকাদের পাশাপাশি আলো ছড়িয়েছেন অখ্যাত অনেকেই। কেউ কেউ আবার বিশ্ব ক্রিকেটে নিজেদের আবির্ভাবের জানান দিয়েছেন। এ যেমন গত ৩ ডিসেম্বরের ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে অভিষেকেই তাক লাগিয়ে দেন রাজশাহী কিংসের হয়ে খেলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব।

সবচেয়ে ইতিবাচক দিক বলা চলে, বাংলাদেশের ক্রিকেটারদের উজ্জ্বল পারফরম্যান্স। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের পাশাপাশি মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের ধারাবাহিকতা চোখে পড়ার মতোই।

কিন্তু উদ্বেগের বিষয়, পুরো আসর জুড়েই নিষ্প্রভ ছিলেন রংপুর ওপেনার সৌম্য সরকার। একটি দুর্দান্ত সেঞ্চুরি ছাড়া রাজশাহীর সাব্বির রহমানও সেই অর্থে আস্থার প্রতিদান দিতে পারছেন না!

পূর্ণ ১২ ম্যাচে পাঁচ অর্ধশতকে সর্বোচ্চ রানস্কোরারের আসনটি নিজের দখলে রেখেছেন তামিম ইকবাল। এ তালিকায় শীর্ষ দশের মধ্যে সাতজনই বাংলাদেশি। বোলিংয়ে অবশ্য বিদেশি ক্রিকেটারদের দাপট স্পষ্ট।

পাঠকদের জন্য ব্যাটে-বলে যারা এগিয়ে আছেন তার একটি তালিকা দেওয়া হলো:

শীর্ষ দশ ব্যাটসম্যান:
১। তামিম ইকবাল (চিটাগং) ৪২৫ রান - স্ট্রাইক রেট ১১৬.৪৩
২। মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা) ৩৬৯ - স্ট্রাইক রেট ১২২.৫৯
৩। মোহাম্মদ শাহজাদ (১১ ম্যাচ, রংপুর) ৩৫০ - স্ট্রাইক রেট ১১০.০৬
৪। মুশফিকুর রহিম (বরিশাল) ৩৪১ - স্ট্রাইক রেট ১৩৪.৭৮
৫। মারলন স্যামুয়েলস (৮, কুমিল্লা) ৩৩৪ - স্ট্রাইক রেট ১১৬.৭৮
৬। মেহেদী মারুফ (ঢাকা) ৩৩২ - স্ট্রাইক রেট ১৩৮.৩৩
৭। কুমার সাঙ্গাকারা (১১, ঢাকা) ৩২৫ - স্ট্রাইক রেট ১১৬.০৭
৮। মোহাম্মদ মিঠুন (রংপুর) ৩২০ - স্ট্রাইক রেট ১১৭.৬৪
৯। মুমিনুল হক (রাজশাহী) ২৯৮ - স্ট্রাইক রেট ১১২.৪৫
১০। সাব্বির রহমান (রাজশাহী) ২৯৭ - স্ট্রাইক রেট ১২৭.৪৬

শীর্ষ দশ বোলার:
১। মোহাম্মদ নবী (চিটাগং) ১৮টি উইকেট - ইকোনমি রেট ৬.২১
২। শফিউল ইসলাম (খুলনা) ১৮টি - ইকোনমি ৭.৮৩
৩। শহীদ অাফ্রিদি (১১ ম্যাচ, রংপুর) ১৭টি - ইকোনমি ৬.৩৫
৪। ডোয়াইন ব্রাভো (১১, ঢাকা) ১৭টি - ইকোনমি ৭.৮২
৫। জুনাইদ খান (খুলনা) ১৬টি -  ইকোনমি ৬.০৮
৬। মোহাম্মদ শহীদ (৮, ঢাকা) ১৫টি -  ইকোনমি ৬.৮৮
৭। তাসকিন আহমেদ (১০, চিটাগং) ১৫টি - ইকোনমি ৮.০৩
৮। রুবেল হোসেন (রংপুর) ১৫টি - ইকোনমি ৭.৩৪
৯। আরাফাত সানি (রংপুর) ১৩টি - ইকোনমি ৬.২৯
১০। রশিদ খান (৮, কুমিল্লা) ১৩টি - ইকোনমি ৬.০৬
১১। মাশরাফি বিন মর্তুজা (কুমিল্লা) ১৩টি - ইকোনমি ৬.৪৩

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।