ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির চোখেও ফেভারিট ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
মাশরাফির চোখেও ফেভারিট ঢাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

কাগজে-কলমে শক্তিশালী দল গড়ায় বিপিএলের শুরু থেকেই ফেভারিটের তকমা পেয়ে আসছে ঢাকা ডায়নামাইটস। শুধু কাগজে-কলমে নয় মাঠের খেলায়ও প্রমাণ দিয়েছে তারা। এক ম্যাচ হাতে রেখেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে দলটি।

মিরপুর থেকে: কাগজে-কলমে শক্তিশালী দল গড়ায় বিপিএলের শুরু থেকেই ফেভারিটের তকমা পেয়ে আসছে ঢাকা ডায়নামাইটস। শুধু কাগজে-কলমে নয় মাঠের খেলায়ও প্রমাণ দিয়েছে তারা।

এক ম্যাচ হাতে রেখেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে দলটি।

সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি মারুফদের মতো পারফরমারদের সঙ্গে এ দলটিতে খেলছেন কুমার সাঙ্গাকারা, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, সেকুজি প্রসন্ন, রবি বোপারার মতো বিদেশি তারকারা।

বিপিএলে শিরোপার দাবিদার হিসেবে এ দলটিকেই এগিয়ে রাখছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ‘পরিষ্কারভাবে বললে বলবো যে ঢাকা অনেক এগিয়ে সবার থেকে। যদি ভারসাম্যপূর্ণ টিমের কথা চিন্তা করেন তাদের অনেক অপশন বোলিংয়ে, তেমনই ব্যাটিংয়ে তাদের আট-নয় নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে। আমার মনে হয় একটা পর্যায়ে চিটাগং খুব ভালো খেলছে। যদি বলেন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাহলে এ দুইটা টিমের সবচেয়ে বেশি। ’
 
ঢাকা-চিটাগংয়ের পরই রাজশাহীকে হিসেবে রাখতে চান মাশরাফি, ‘ভারসাম্যপূর্ণ টিম হওয়ায় ঢাকা ও চিটাগং সবাই বলছে। কিন্তু তারপরও এখন যারা উঠবে...রাজশাহীর কথা  বলা যায়না। এ ধরনের ‍টুর্নামেন্টে যাদের কেউ হিসেবে ধরেনা তারাই সব সময় চ্যাম্পিয়ন হয়। এখনও পর্যন্ত ঢাকা সবচেয়ে ভালো টিম। তারপরও পিক করা খুব কঠিন। যারা চার নম্বরে থেকে উঠবে তারা দেখবেন কাপ নিয়ে গেছে। এ ধরনের টুর্নামেন্টে এমনই হয়। বলা খুব কঠিন। ’

শেষ তিন আসরে শিরোপা হাতে তুলেছেন মাশরাফি বিন মর্তুজা। দু’বার ঢাকা ডায়নামাইটস (সাবেক ঢাকা গ্ল্যাডিয়েটরস) ও গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এবার সাত দলের আসরে ১২ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট পেয়ে ষষ্ঠ দল হিসেবে বিপিএল শেষ করেছে তার দল।  

তারপরও শেষ দিকের ম্যাচগুলোর দিকে চোখ থাকবে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফির, ‘শেষ তিনবার চ্যাম্পিয়ন হয়েছি অবশ্যই ভালো লেগেছে। এবার আমাদেরই সতীর্থ কেউ হবে। অবশ্যই উপভোগ করবো। তিনটা সেমিফাইনাল (এলিমিনেটর ও দু’টি কোয়ালিফায়ার) হবে। আশা করি উপভোগ্য হবে। ’

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।