ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আফসোস করে কোনো লাভ নেই: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
আফসোস করে কোনো লাভ নেই: মাশরাফি ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের গত তিন আসরেই মাশরাফি বিন মর্তুজার হাতে উঠেছিল চ্যাম্পিয়নের ট্রফি। প্রথম দু’বার ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও শেষবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের এ অধিনায়ক।

মিরপুর থেকে: বিপিএলের গত তিন আসরেই মাশরাফি বিন মর্তুজার হাতে উঠেছিল চ্যাম্পিয়নের ট্রফি। প্রথম দু’বার ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও শেষবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের এ অধিনায়ক।

 

টানা চারবার শিরোপা হাতে তুলতে পারলেন না মাশরাফি। বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে দলটির। রোববার (৪ ডিসেম্বর) শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে ৮ রানে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে বিপিএল শেষ করলো তারা। ১২ ম্যাচের মধ্যে কুমিল্লা জিতেছে পাঁচ ম্যাচে। শেষ চার ম্যাচেই টানা জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে মাশরাফির দল।
 
প্রথম পাঁচ ম্যাচ টানা হারের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথম জয়ের দেখা পায় কুমিল্লা। জয়ে ফিরে আবার দুই হার। শুরু থেকেই পয়েন্ট টেবিলের তলানীতে থাকা দলটি শেষ চার ম্যাচে টানা জয় তুলে সাত দলের বিপিএলে ষষ্ঠ স্থানে থাকলো। শুরুর দিকে আর একটি জয় পেলে শেষ চারে উঠার সম্ভাবনা থাকতো দলটির।

কিন্তু এ নিয়ে আফসোসে পুড়ছেন না মাশরাফি। জয় দিয়ে বিপিএল শেষ করতে পেরে খুশি কুমিল্লার এ অধিনায়ক, ‘একটা জিতলে হয়তোবা হতে পারতো। আবার ওখানে একটা জিতলে হয়তো এখানে একটা জিততাম না। হতে পারতো। আফসোস করে কোনো লাভ নেই, যেটা ছিল সেটাই হয়েছে। কেন পারিনি সেটা অবশ্যই হতাশার। যেটা পেরেছি সেটা অবশ্যই ভালো। ’

‘গতবারের মতো আশা করাটা সবসময় কঠিন। ভালো লাগছে যে অন্তত পাঁচ-ছয়টা ম্যাচ পর্যন্ত সবার নিচে ছিলাম ওখান থেকে খু্ব উপরে যাইনি। পয়েন্টের ব্যবধান খুব বেশি না। ছয়ে শেষ করলেও ১০টা পয়েন্ট নিয়ে শেষ করতে পেরেছি। আমার ধারণা এতে আমাদের প্লেয়ারদের সবার খুব ভালো লাগছে। ’-যোগ করেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।