ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

নিষ্প্রভ থেকেই লিগ পর্ব শেষ করলেন সৌম্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
নিষ্প্রভ থেকেই লিগ পর্ব শেষ করলেন সৌম্য ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৌম্য সরকারের ব্যাটে রান নেই, এটা নতুন কোন খবর নয়। এক বছরেরও বেশি সময় হতে চলেছে রান তার কাছে সোনার হরিণ।

মিরপুর থেকে: সৌম্য সরকারের ব্যাটে রান নেই, এটা নতুন কোন খবর নয়। এক বছরেরও বেশি সময় হতে চলেছে রান তার কাছে সোনার হরিণ।

কোনভাবেই তার ব্যাটে ধরা দিচ্ছে না। ফলে মাঠের লড়াইয়ে সৌম্য সৌম্যই থেকে যাচ্ছেন। ধারণা করা হচ্ছিল নীরবতা ভেঙে ১০ মাস পর ঘরের মাঠে ফেরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে রানখরা কাটিয়ে স্বরুপে ফিরবেন সৌম্য। সেটা পারেননি। আর পারেননি বলেই ইংল্যান্ডের বিপক্ষে জায়গা হয়নি সেরা একাদশে।  

এরপর শুরু হলো বিপিএলের চতুর্থ আসর। টুর্নামেন্ট শুরুর আগে গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে একাধিকবার সৌম্য বলেছেন, বিপিএল দিয়েই তিনি রানে ফিরবেন। কিন্তু সেটা হলো কই? গ্রুপ পর্বের আগের ১১ ম্যাচেতো পারেনইনি। পারলেন না গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও!

রংপুর রাইডার্সের শেষ চারে যেতে রোববার (৪ ডিসেম্বর) ভিক্টোরিয়াসনের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। অথচ রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭১ রান। এদিনও দলের প্রয়োজনের সময় যথারীতি ধারহীন থাকলো তার ব্যাট। ষষ্ঠ ওভারে নাবিল সামাদের চতুর্থ ডেলিভারিটি ফ্লিক করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চলে ধরা পড়লেন ইমরুল কায়েসের হাতে।  

বিপিএলের এবারের আসরে ১২ ম্যাচে সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে মাত্র ১৩৫ রান। সর্বোচ্চ ২৬। জাতীয় দলের নিয়মিত একাদশে থাকা একজন ব্যাটসম্যানের কাছে এমন পারফরমেন্স কতটুকু কাম্য সেই বোধোদয়টা হয়তো তার নেই। শুধু এবারই কেন? বিপিএলের গত আসরেও রানখরা ছিল সৌম্যর ব্যাটে। ওই আসরে ১২ ম্যাচে একটি অর্ধশতক নিয়ে করেছিলেন ১৭৭ রান।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ৪ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।