ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মুম্বাই টেস্টেও উইকেটরক্ষক প্যাটেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
মুম্বাই টেস্টেও উইকেটরক্ষক প্যাটেল প্যাটেল-ছবি:সংগৃহীত

মোহালিতে দুর্দান্ত খেলার সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইতে সিরিজের চতুর্থ টেস্টে উইকেটরক্ষক হিসেবে পার্থিব প্যাটেলই থাকছেন। নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহ এখনও সুস্থ হয়ে ওঠেননি। তবে ১৪ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার ইশান্ত শর্মাকে।

ঢাকা: মোহালিতে দুর্দান্ত খেলার সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইতে সিরিজের চতুর্থ টেস্টে উইকেটরক্ষক হিসেবে পার্থিব প্যাটেলই থাকছেন। নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহ এখনও সুস্থ হয়ে ওঠেননি।

তবে ১৪ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার ইশান্ত শর্মাকে।

দীর্ঘ আট বছর পর ভারতীয় টেস্ট দলে ‍সুযোগ পেয়ে অসাধারণ খেলেছেন প্যাটেল। প্রথম ইনিংসে ৪২ করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। এমনকি জয়সূচক রানটিও তার ব্যাট থেকে আসে। গত ১২ বছরে প্যাটেলের এটি প্রথম অর্ধশতক।

আগামী ০৮ নভেম্বর মুম্বাইতে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে আছে বিরাট কোহলির নেতৃত্বে থাকা ভারত।

চতুর্থ টেস্টের জন্য ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), আজিঙ্কে রাহানে, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতশ্বর পুজারা, করুন নায়ার, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।