ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচেই ‘জাদু’ দেখালেন আফিফ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
প্রথম ম্যাচেই ‘জাদু’ দেখালেন আফিফ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে বিপিএলের দল রাজশাহী কিংসে ডাক পাওয়া অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব প্রথম ম্যাচ খেলতে নেমেই জাদু দেখালেন বল হাতে।

মিরপুর থেকে: প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে বিপিএলের দল রাজশাহী কিংসে ডাক পাওয়া অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব প্রথম ম্যাচ খেলতে নেমেই জাদু দেখালেন বল হাতে।

প্রথম ওভারেই জহুরুল ইসলাম অমিকে ফিরিয়ে প্রথম সফলতা পান এ ডানহাতি অফস্পিনার।

নিজের দ্বিতীয় ওভারে বোল্ড করে দেন চিটাগং ভাইকিংসের হয়ে খেলতে আসা ক্যারিবীয় দানব ক্রিস গেইলকে। আর নিজের তৃতীয় শিকার বানান জাকির হাসানকে।

এতেই থেমে থাকেননি আফিফ। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই সাকলাইন সজীব ও ইমরান খানকে আউট করে পাঁচ উইকেট নিয়ে নিজেকে চেনান তিনি। চার ওভারে এক মেডেন সহ ২১ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি।

ডিসেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য যুব এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য বিকেএসপিতে দুই সপ্তাহের ক্যাম্পে তিনটি অনুশীলন ম্যাচ খেলে বাংলাদেশ দল। সেখানে ধ্রুব প্রথম ম্যাচে দেড়শ রানের ইনিংস খেলেন। পরের ম্যাচে আবার সেঞ্চুরি, তৃতীয় ম্যাচে খেলেন সত্তরোর্ধ্ব ইনিংস।

টপঅর্ডারে একজন ইনফর্ম ব্যাটসম্যান চাইছিল রাজশাহী কিংস। ধ্রুবকে নিতে তাই বিলম্ব করেনি ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল অভিষেকে বল হাতে আলো কেড়েছেন বিকেএসপির এ ছাত্র।  

ধ্রুব’র ভবিষ্যত সম্ভাবনা নিয়ে বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সেজান বলেন, ‘অনুশীলন ম্যাচে ধ্রুব অসাধারণ ব্যাটিং করেছে। প্রতিটা ম্যাচেই রান করেছে। এজন্যই রাজশাহী কিংস তাকে দলে নিয়েছে। সে খুব ভালো ক্রিকেটার। ’

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।