ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-তামিমের ম্যাচে গেইল-লুইস লড়াই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
সাকিব-তামিমের ম্যাচে গেইল-লুইস লড়াই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আর কিছুক্ষণ পরেই লড়াইয়ে নামবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। বিপিএলে বাংলাদেশি দুই তারকা ক্রিকেটারের মুখোমুখি ম্যাচে লড়াই থাকছে দুই ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ও এভিন লুইসের মধ্যে।

মিরপুর থেকে: আর কিছুক্ষণ পরেই লড়াইয়ে নামবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। বিপিএলে বাংলাদেশি দুই তারকা ক্রিকেটারের মুখোমুখি ম্যাচে লড়াই থাকছে দুই ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ও এভিন লুইসের মধ্যে।

চিটাগং’র হয়ে দুটি ম্যাচ খেলেছেন গেইল। প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেও দ্বিতীয় ম্যাচে ব্যাটে তেমন কিছু করতে পারেননি। অন্যদিকে ঢাকার হয়ে প্রথম ম্যাচেই রংপুরের শক্তিশালী বোলিং লাইনআপের সমানে ৩৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে প্রমাণ দেন গেইলের চেয়ে কোনো অংশে কম যান না লুইস। এবার লড়াইটা তাই দুই ক্যারিবীয় ব্যাটিং দানবের।  

শেষ চারে যাওয়ার পথে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ও চিটাগং। সমান ১০ ম্যাচে ঢাকার ১৪ ও চিটাগংয়ের ১২ পয়েন্ট। তারপরও এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি।

স্থানীয় দুই তারকা সাকিব-তামিমের মধ্যে একটা লড়াই তো আছেই। সেই সঙ্গে গেইল-লুইসের ব্যাটিং তাণ্ডব দেখার আশায় মাঠে এসেছেন প্রায় ২২ হাজার দর্শক। বিপিএলের সর্বোচ্চ সংখ্যাক দর্শকের আগমন ঘটেছে আজ মিরপুরে। টি-টোয়েন্টি ধামাকা দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় তারা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।